কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ডেইলি স্টার অনলাইনে মোবাইলে প্রবেশ করতে পারছেন না অনেকেই। ছবি: প্রিয়.কম

ডেইলি স্টার অনলাইনে অনেকে ‘ঢুকতে পারছেন না’

রাকিবুল হাসান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ জুন ২০১৮, ১৫:৩২
আপডেট: ০২ জুন ২০১৮, ১৫:৩২

(প্রিয়.কম) দেশের জনপ্রিয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের অনলাইন প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারছেন না অনেকে। রাজধানীর বেশ কয়েকটি স্থানের ব্রডব্যান্ডের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীরা এ সমস্যার মুখোমুখি হয়েছেন। মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন, বাংলালিংক, রবির গ্রাহকরাও ডেইলি স্টারের ওয়েবসাইটে ঢুকতে পারছেন না বলে জানিয়েছেন।

ভুক্তভোগীরা জানান, ১ জুন শুক্রবার রাত থেকে তারা ডেইলি স্টার অনলাইনে প্রবেশ করতে পারছেন না। বিশেষ করে রাজধানীর মিরপুর, কারওয়ান বাজার, ধানমন্ডিসহ আরও কয়েকটি এলাকার ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীরা ডেইলি স্টারের অনলাইন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

যারা ডেইলি স্টার অনলাইনে প্রবেশ করতে পারছেন না, তাদের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই সংক্রান্ত পোস্ট দিয়েছেন।

মনিরুল ইসলাম নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘জনপ্রিয় দ্য ডেইলি স্টার পত্রিকার অনলাইন বন্ধ নাকি? আমি মোবাইল এবং কম্পিউটার দিয়ে শতবার চেষ্টা করেও ওয়েবসাইটে যেতে পারছি না।’

ডেইলি স্টারের এডিটরিয়াল অ্যাসিস্ট্যান্ট নাজমুল আহসান তার এক স্ট্যাটাসে লিখেছেন, ‘অবিশ্বাস্য। তারা ম্যাসেঞ্জার বন্ধ করে দিয়েছে। অন্তত একটি সূত্র নিশ্চিত করেছে, একরামুলের হত্যা সংক্রান্ত অডিও প্রকাশের কারণে বিটিআরসি থেকে ডেইলি স্টার বন্ধ করা হয়েছে।...’

ডেইলি স্টার ব্লক করা হয়েছে বলে অভিযোগ করেছে পত্রিকা কর্তৃপক্ষ। বেলা ৩টা ২৫ মিনিটের দিকে একটি প্রতিবেদনে পত্রিকাটি বলেছে, ‘শুক্রবার রাত থেকে দ্য ডেইলি স্টারের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না বলে অসংখ্য পাঠক আমাদের জানিয়েছেন। আমরা খতিয়ে দেখতে পাই রহস্যজনকভাবে কিছু ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) থেকে আমাদের ওয়েবসাইট পাওয়া যাচ্ছে না। ওয়েবসাইট ব্লক থাকার কারণ জানতে চেয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কোনো উত্তর পাওয়া যায়নি। সাময়িক অসুবিধার জন্য পাঠকদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি। এই সময়ে কেউ চাইলে ভিপিএন বা প্রক্সি আইপি ব্যবহার করে দ্য ডেইলি স্টারের ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন।’

এ বিষয়ে টেলিফোনে যোগাযোগ করা হয় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) সভাপতি আমিনুল হাকিমের সঙ্গে। ডেইলি স্টার অনলাইন বন্ধ করার বিষয়ে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর কাছে কোনো নির্দেশনা রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা গতকাল একটি নির্দেশনা পেয়েছি। নির্দেশনায় একটি ইউআরএল বন্ধ করতে বলা হয়েছে। কোনো ডোমেইন নয়।’

বাংলাদেশ টেলিকমিউনিকশনস রেগুলেটরি কমিশন (বিটিআরসি) থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান আমিনুল হাকিম।

এ বিষয়ে বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদের সঙ্গে কথা হলে তিনি প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান জহুরুল হকের সঙ্গে যোগাযোগ করতে বলেন।

এ বিষয়ে জহুরুল হকের সঙ্গে যোগাযোগ করলে বলেন, ‘আমার শরীরটা ভালো না, জ্বর। আমাদের একটি ছেলে আছে, মিডিয়া দেখে। তার সঙ্গে কথা বলেন। আমি এইটা জানি না।’

পরে বিটিআরসির সহকারী পরিচালক (মিডিয়া উইং) জাকির হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ২০ মিনিট পরে যোগাযোগ করতে বলেন। এর পর আর তাকে ফোনে পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ১ জুন ‘মার্ডার’ ইট ওয়াজ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে ডেইলি স্টার। ওই প্রতিবেদনে একরামুল হকের সঙ্গে তার স্ত্রী ও সন্তানের কথোপকথনের অডিও রেকর্ড (অযাচাইকৃত) প্রকাশ করা হয়, যেটাতে একরামুলকে গুলি করার বিষয়টি স্পষ্ট হয়েছে। বিষয়টিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল সমালোচনা চলছে।

আরও পড়ুন: ফোনের এক প্রান্তে স্ত্রী-মেয়ে, অন্য প্রান্তে ‘একরামকে গুলি’

প্রিয় সংবাদ/রিমন