কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদ জামাতে নামাজ পড়ছেন মুসল্লিরা। ফাইল ছবি

জেনে নিন ঈদের নামাজ পড়ার নিয়ম-কানুন

সৈয়দ শুভ্র
লেখক
প্রকাশিত: ১৫ জুন ২০১৮, ২১:০৫
আপডেট: ১৫ জুন ২০১৮, ২১:০৫

(প্রিয়.কম) দীর্ঘ একমাস কঠোর সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে আসে ঈদ৷ এই দিনে ঈদগাহে গিয়ে ঈদের নামাজ পড়ার আনন্দই অন্যরকম৷ তবে যেহেতু এক চন্দ্রবর্ষে মাত্র দুইবার আমরা ঈদের নামাজ আদায় করি, সে কারণে ঈদের নামাজের পদ্ধতি অনেকেই ভুলে যাই৷ নিয়ম না জানার কারণে ঈদের জামাতে নামাজ পড়তে গিয়ে অনেকেই বিব্রত হয়ে পড়ি৷ এবার যেন তা না হয় সে লক্ষ্যে আসুন জেনে নেওয়া যাক ঈদের নামাজ পড়ার নিয়ম-কানুন। 

ঈদের নামাজ দুই রাকাত৷ অতিরিক্ত ছয় তাকবীরের সঙ্গে এ নামাজ পড়তে হয়৷ এই নামাজের নিয়ত মুখে করা জরুরি নয়৷ ‘ঈদুল ফিতরের নামাজ আদায় করছি’ এভাবে নিয়ত করলেই হয়ে যাবে৷

নিয়তের পর আল্লাহু আকবার বলে হাত বেধেঁ সানা পড়তে হবে৷ সানার পর অাল্লাহু আকবার বলে কানের লতি পর্যন্ত হাত উঠিয়ে হাত না বেঁধে ছেড়ে দিতে হবে৷ এরপর আবারও আল্লাহু আকবার বলে কানের লতি পর্যন্ত হাত উঠিয়ে ছেড়ে দিতে হবে৷ এরপর একইভাবে আবারও আল্লাহু আকবার বলে হাত কানের লতি পর্যন্ত উঠিয়ে এবারে না ছেড়ে হাত বেঁধে নিতে হবে৷ এ সময় ইমাম সূরা পড়বেন, আর নামাজিদের চুপ থাকতে হবে৷ পরে অাল্লাহু আকবার বলে রুকুতে গিয়ে সিজদাহ করতে হবে।  

সিজদাহ শেষে দ্বিতীয় রাকাতে হাত বেধে দাঁড়াতে হবে৷ ইমাম এ সময় সূরা পড়বেন৷ অতঃপর আল্লাহু আকবার বলে মোট চারবার তাকবীর দেবেন৷ প্রথম তিন তাকবীরে হাত কানের লতি পর্যন্ত উঠাতে হবে। তবে প্রতিবার হাত না বেঁধে ছেড়ে দিতে হবে, চতুর্থ তাকবীরে রুকুতে যেতে হবে৷ এরপর সেজদা করে বসে তাশাহুদ, দোয়া মাসূরা ও ইস্তিগফার পড়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হবে৷ 

প্রিয় ইসলাম/আজাদ/কামরুল