কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রাজধানীর দিয়াবাড়িতে দৃশ্যমান মেট্রোরেল প্রকল্প। ফাইল ছবি

মেট্রোরেল প্রকল্পে ৪৫ কোটি ডলারের চুক্তি

শেখ নোমান
সহ-সম্পাদক
প্রকাশিত: ০৩ জুন ২০১৮, ২০:০৮
আপডেট: ০৩ জুন ২০১৮, ২০:০৮

(ইউএনবি) মেট্রোরেলের রুট নির্মাণে এমআরটি লাইন-৬-এর আওতাধীন সর্বশেষ প্যাকেজ-৭-এর বাস্তবায়নে ৪৫ কোটি ডলারের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

৩ জুন, রবিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ চুক্তি হয়। 

চুক্তিতে সই করেন জাপানভারতের যৌথ মালিকানাধীন কোম্পানি মারুবেননি ও এলঅ্যান্ডটির (লেজার্স অ্যান্ড টার্বো) প্রধান নির্বাহী রাজীব জয়তী ও ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অতিথিরা। ছবি: সংগৃহীত

এ কাজের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ট্র্যাক নির্মাণ কাজ, বিদ্যুতায়ন সিস্টেম, সিগন্যালিং সিস্টেম, স্বয়ংক্রিয় ভাড়া সংগ্রহের ব্যবস্থা ইত্যাদি।

ঢাকা মেট্রো (এমআরটি লাইন ৬) গুলশান থেকে ঢাকার মতিঝিল এলাকায় ১৮.৯ কিলোমিটার দূরত্বে ১৬টি স্টেশনসহ নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটির অর্থায়ন করছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলা প্রমুখ।

প্রিয় সংবাদ/শান্ত