কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সাক্ষাতকার দেওয়ার সময় প্রিয়া সাহা। ছবি: সংগৃহীত

ট্রাম্পের কাছে নালিশের পর আমার পরিবার সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে: প্রিয়া সাহা

আমিনুল ইসলাম মল্লিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ জুলাই ২০১৯, ২০:৫৮
আপডেট: ২১ জুলাই ২০১৯, ২০:৫৮

(প্রিয়.কম) মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের কাছে নালিশের পর নিজের পরিবার ভীষণ সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে বলে এক সাক্ষাতকারে জানিয়েছেন প্রিয়া সাহা। তিনি বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

১৭ জুলাই ওয়াশিংটনের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রিয়া সাহা অভিযোগ করে বলেন, ‘বাংলাদেশ থেকে ৩ কোটি ৭০ লাখ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান গুম হয়েছে।’

প্রিয়ার এমন নালিশের ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর তার বিরুদ্ধে শুরু হয় ব্যাপক সমালোচনা। এর ধারাবাহিকতায় রাজধানী ঢাকা ও যশোরে প্রিয়ার বিরুদ্ধে পৃথক তিনটি মামলা হয়।

এমন বাস্তবতায় সম্প্রতি তিনি বাংলাদেশের এক সংবাদকর্মীর কাছে ভিডিওতে সাক্ষাতকার দিয়েছেন। সাক্ষাতকারে তিনি বলেন, ‘আমি ভালো নাই।’ ট্রাম্পের কাছে নালিশের পর দেশের সার্বিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আপনারা দেশে আছেন, প্রতিটা বিষয় আপনারা অবজার্ভ করছেন। প্রতিটা বিষয় কি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যম বা সংবাদমাধ্যম, সে ব্যাপারে আপনারা…………’

আপনি এখন কোনো সমস্যায় আছেন কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার পরিবার ভীষণ সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। কারণ বাসার সামনে গতকালকে মিছিল করা হয়েছে। তালা ভাঙ্গার চেষ্টা করা হয়েছে। সবচেয়ে বড় ব্যাপার হলো আমার পরিবারের ছবি ছেপে দেওয়া হয়েছে পত্রিকায়। কথা বলেছি আমি তারা আমার ছবি দিতে পারত। কিন্তু পরিবারের ছবি পত্রিকায় দিয়ে তাদের জীবনকে বিপন্ন করার চেষ্টা করা হয়েছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার পরিবারের কেউ আমার কাজের সঙ্গে যুক্ত নয়।’

দেখুন ভিডিওটি....

https://www.youtube.com/watch?v=EIBeeyRlWQ0&feature=share&fbclid=IwAR0R0akhIHOwi-bG1nmVUPicmF0T_2TWXaI8OfwCvErEftBc3Y_y9gMWOKY&app=desktop

প্রিয় সংবাদ/রুহুল