কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মঞ্জুনাথ নাইডু। ছবি: সংগৃহীত

স্টেজে শো চলাকালীন স্ট্যান্ডআপ কমেডিয়ানের মৃত্যু!

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২১ জুলাই ২০১৯, ১৪:৫৫
আপডেট: ২১ জুলাই ২০১৯, ১৪:৫৫

(প্রিয়.কম) জনপ্রিয় কৌতুক শিল্পী মঞ্জুনাথ নাইডু। দুবাইয়ের একটি স্টেজে পারফর্ম করার সময়ই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তার বয়স হয়েছিল ৩৬ বছর।

দুই ঘণ্টার কমেডি শো-তে তিনিই ছিলেন শেষ শিল্পী। স্ট্যান্ডআপ অ্যাক্ট করার সময় তার উৎকণ্ঠা-অস্বস্তির সমস্যা হচ্ছিল বলে জানান তিনি। সামনের একটি বেঞ্চে বসেও পড়েন। সেখানেই নিমেষের মধ্যে মাটিতে লুটিয়ে পড়ে মারা যান তিনি।

দর্শক প্রথমে সেটিকে অ্যাক্টেরই অংশ ভেবে হাসতে শুরু করেছিলেন। পরে সবাই বুঝতে পারেন তিনি আর নেই। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে সব শেষ।

মঞ্জুনাথ বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন। কমেডি ও অভিনয় খুবই ভালোবাসতেন। শেষ ৪-৫ বছর ধরে দুবাইতেই ছিলেন তিনি। দ্য কোর্টইয়ার্ড প্লে হাউজে নিয়মিত পারফর্ম করতেন তিনি। দুবাইতেই তার শেষকৃত্য করা হবে।

প্রিয় বিনোদন/রুহুল