কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে মেলে ভিডিওটি। ছবি: সংগৃহীত

১৯৭৫ সালে এক নারী সমর্থক মাঠে প্রবেশ করে যা করেছিলেন (ভিডিও)

সৌরভ মাহমুদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৯ জুলাই ২০১৯, ১৯:০১
আপডেট: ১৯ জুলাই ২০১৯, ১৯:০১

(প্রিয়.কম) সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারের ভারতীয় সমর্থকদের মধ্যে কদিন ধরেই সাড়া ফেলেছে নতুন একটি ট্রেন্ড। যার নাম #শাড়িটুইটার। শাড়ি পরে নিত্যনতুন পোজে নিজেদের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করছেন ভারতীয় নারীরা। পিছিয়ে নেই দেশটির তারকারাও।

অভিনেত্রী থেকে রাজনীতিক- সবাই নেমে পড়ছেন এই ট্রেন্ডে গা ভাসাতে। শাড়ি চ্যালেঞ্জে যখন উত্তাল সামাজিক যোগাযোগের মাধ্যম, সেই সময়েই ভেসে এল ১৯৭৫ সালের ক্রিকেট মাঠের একটি ভিডিও।

সাদা-কালো জমানার সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টেস্ট ম্যাচ চলছে। খেলা চলাকালীন  কালো শাড়ি পরিহিত এক নারী সমর্থক গ্যালারি থেকে ছুটে চলে আসেন মাঠে। আর জড়িয়ে ধরে সটান একটি চুমু খেয়ে নেন তৎকালীন ভারতীয় তারকা ব্যাটসম্যান ব্রিজেশ প্যাটেলকে।

বর্তমান সময়ে বিভিন্ন ক্রিকেটারদের পাঁড় সমর্থকদের মাথে ঢুকে পড়তে দেখা যায়। যা নিয়ে সরগরম হয় সামাজিক যোগাযোগের মাধ্যম কিংবা গণমাধ্যম। তবে সেই ১৯৭৫ সালেও যে এমনটা ঘটতো তা কারোর ধারণাতেই ছিল না। তবে পুরনো দিনের সেই স্মৃতি ফিরিয়ে এনেছেন ইন্দ্রদ্বীপ খান নামের এক টুইট ইউজার।

ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ক্রিকেট মাঠে শাড়ির এই চ্যালেঞ্জকে কেউ হারাতে পারবেন না!’

ভিডিওতে দেখুন সেই আলোচিত কাণ্ডটি-

প্রিয় খেলা/কামরুল