কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্যদের অনুশীলনের ফাইল ছবি।

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের সঙ্গী ভারত

মুশাহিদ মিশু
Writer
প্রকাশিত: ১৭ জুলাই ২০১৯, ২০:২২
আপডেট: ১৭ জুলাই ২০১৯, ২০:২২

(প্রিয়.কম) কাতার বিশ্বকাপের বাছাইপর্বে আরও আগেই জায়গা করে নিয়েছে বাংলাদেশ। ১১ জুন প্রাক-বাছাইপর্বে লাওসের বিপক্ষে গোলশূন্য ড্র করে মূল বাছাইপর্বের টিকেট নিশ্চিত করে জামাল ভূঁইয়ার দল। প্রথম পর্বে ১-০ ব্যবধানে জয় পাওয়ায় দুই লেগ মিলিয়ে ১-০ গোলের অগ্রগামিতায় বাছাইপর্বের টিকেট পায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

এবার জানা গেল বাছাইপর্বের মূল লড়াইয়ে প্রতিপক্ষ দলের নামও। ১৭ জুলাই, বুধবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের ড্র। সেখানে এশিয়ার দলগুলোকে লটারির মাধ্যমে আটটি গ্রুপে ভাগ করা হয়েছ। প্রতি গ্রুপে রয়েছে ৫টি করে দল।

কুয়ালালামপুরে অনুষ্ঠিত ড্রয়ে ‘ই’ গ্রুপে পড়েছে বাংলাদেশ এবং প্রতিপক্ষ হিসেবে পেয়েছে প্রতিবেশী ভারতকে। এ ছাড়াও ‘ই’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে আফগানিস্তান, কাতার ও ওমান। এর মধ্যে কাতারে অনুষ্ঠিত হবে আগামী বিশ্বকাপ। আর ২০২৩ সালে চীনে অনুষ্ঠিত হবে এশিয়ান কাপ।

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের গ্রুপগুলো। ছবি: সংগৃহীত

আগামী ৫ সেপ্টেম্বর থেকে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে শুরু হওয়া বাছাইপর্বের খেলা শেষ হবে ২০২০ সালের ৯ জুন। এই আট গ্রুপের আট চ্যাম্পিয়ন এবং বাকি ৩২ দলের মধ্যে পয়েন্টে এগিয়ে থাকা শীর্ষ চারটি দল নিয়ে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ বাছাইয়ের তৃতীয় পর্ব। এ ছাড়া ওই ১২টি দল এশিয়া কাপেও সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করবে। আর এদের মধ্য থেকে ঠিক হবে কাতার বিশ্বকাপের মূলপর্বে কারা খেলবে।

একনজরে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের গ্রুপগুলো-

গ্রুপ-‘এ’: চীন, সিরিয়া, ফিলিপাইন, মালদ্বীপ, গুয়াম

গ্রুপ-‘বি’: অস্ট্রেলিয়া, জর্ডান, চীনা তাইপে, কুয়েত, নেপাল

গ্রুপ-‘সি’: ইরান, ইরাক, বাহরাইন, হংকং, কম্বোডিয়া

গ্রুপ-‘ডি’: সৌদি আরব, উজবেকিস্তান, ফিলিস্তিন, ইয়েমেন, সিঙ্গাপুর

গ্রুপ-‘ই’: কাতার, ওমান, ভারত, আফগানিস্তান, বাংলাদেশ

গ্রুপ-‘এফ’: জাপান, কিরগিজস্তান, তাজিকিস্তান, মিয়ানমার, মঙ্গোলিয়া

গ্রুপ-‘জি’: আরব আমিরাত, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া

গ্রুপ-‘এইচ’: দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, লেবানন, তুর্কমিনিস্তান, শ্রীলঙ্কা

প্রিয় খেলা/রুহুল