কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঋষি কাপুর। ছবি: সংগৃহীত

দেশে ফেরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: ঋষি কাপুর

শামীমা সীমা
সহ সম্পাদক
প্রকাশিত: ১৭ জুলাই ২০১৯, ২০:৩৪
আপডেট: ১৭ জুলাই ২০১৯, ২০:৩৪

(প্রিয়.কম) এক সাক্ষাতকারে ঋষি কাপুর বলেছেন, ৪ সেপ্টেম্বর আমার জন্মদিনের আগে আমার পক্ষে দেশে ফেরা সম্ভব হচ্ছে না। এটা আমার জন্য ভীষণই কঠিন সময়। তবে আমার স্ত্রী নীতু, আমার দুই সন্তান রণবীর ও ঋদ্ধিমা আমার পাশে সব সময় রয়েছে। আমি ওদের কাছে কৃতজ্ঞ।

তিনি বলেন, আমি দেশে ফেরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমার শেষ চিকিৎসার পর আর ৫ থেকে ৬ সপ্তাহ আমাকে এখানেই থাকতে হবে। আমার এই চিকিৎসাকে বলে কনসলিডেশন বা পুশব্যাক। যেখানে আমাকে কেমোথেরাপির মধ্যে দিয়ে যেতে হচ্ছে, যাতে এই ব্যাধি আর আমার শরীরে ফিরে না আসে। এই নিয়ে দ্বিতীয়বার আমার এই চিকিৎসা হচ্ছে।আমি ভেবেছিলাম জন্মদিনের আগে আগস্টের শেষের দিকেই আমি দেশে ফিরতে পারব, তবে সেটা সম্ভব হচ্ছে না।

দিল্লিতে ছবির শুটিং চলাকালীন তার এই ব্যাধি (ক্যানসার) ধরা পড়ে। তবে চিকিৎসা শুরু হওয়ার পর তার শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হতে থাকে।

প্রিয় বিনোদন/রুহুল