কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জন্মদিন উপলক্ষে শ্বশুরকে প্রশংসার জোয়ারে ভাসিয়েছেন তাসকিনের স্ত্রী। ছবি: সংগৃহীত

শ্বশুরের জন্মদিনে তাসকিন-পত্নীর আবেগাপ্লুত স্ট্যাটাস

মুশাহিদ মিশু
Writer
প্রকাশিত: ১২ জুলাই ২০১৯, ১৮:৫৩
আপডেট: ১২ জুলাই ২০১৯, ১৮:৫৩

(প্রিয়.কম) সাকিবের স্ত্রী কিংবা তামিমের স্ত্রীর মতো সামাজিক যোগাযোগমাধ্যমে ততটা সক্রিয় নন তাসকিন আহমেদের স্ত্রী সৈয়দা রাবেয়া নাঈমা। তবে ফেসবুক বা ইনস্টাগ্রামে মাঝে মাঝে নাঈমার উপস্থিতি দেখা যায়। স্বামী-সন্তান ছাড়াও ব্যক্তিগত অনেক মুহূর্তের ছবি পোস্ট করেন তিনি।

এরই ধারাবাহিকতায় ১১ জুলাই, বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন নাঈমা। ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে নাঈমার পোস্ট করা ছবিতে দেখা গেছে, শ্বশুর এম এ রশিদ মনুকে জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। তবে শ্বশুরের জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে আবেগময়ী এক স্ট্যাটাস দিয়েছেন তাসকিন-পত্নী।

ছবির ক্যাপশনে নাঈমা লেখেন, ‘হ্যালো বন্ধুরা সবাই আমার বাবার (শ্বশুর আব্বা) জন্য অনেক অনেক দোয়া করবেন যেন উনি নেক হায়াত পান ইনশাআল্লাহ। শুভ জন্মদিন প্রিয় শ্বশুর আব্বা।’

তাসকিন-পত্নী আরও লেখেন, ‘আমার বিয়ের পর যার জন্য আমার জীবনটা এতো গোছালো সে হলেন আমার বাবা (শ্বশুর)। কারণ আমি নিজে অনেক অগোছালো একটা মেয়ে। আমার শ্বশুরকে আমি বাবা ডাকি কারণ সে আমাকে তার মেয়ে এবং বউমা হিসেবে বেশি আদর করে। তাসনুভা প্রিয়ন্তি এবং রোজা (তাসকিনের বোন) হিংসে করো না। কিন্তু এটা সত্যি। আমার বাবা এম এ রশিদ মনু শ্রেষ্ঠ শ্বশুর।’

এখানেই শেষ নয়। শ্বশুরের প্রশংসা করে রাবেয়া আরও লিখেন, ‘তিনি আমার দেখা সবচেয়ে বেশি দায়িত্বশীল মানুষ। কারণ তিনি আমাদের অনেক ভালোবাসেন। আমরাও আপনাকে অনেক ভালোবাসি বাবা।’

তাসকিন-নাঈমার চার হাত এক হয়েছে আজ থেকে প্রায় দুই বছর আগে। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ করে দেশে ফিরেই দীর্ঘদিনের বান্ধবী নাঈমাকে বিয়ে করেন জাতীয় দলের তারকা পেসার তাসকিন।

বিয়ের ১১ মাসের মাথায় তাসকিন-নাঈমার ঘর আলো করে জন্ম নেয় ছেলে তাশফিন আহমেদ রিহান। সন্তান জন্ম নেওয়ার পর দেখতে দেখতে পেরিয়ে গেছে নয় মাসেরও বেশি সময়। গেল বছরের ৩০ সেপ্টেম্বর জন্ম নেওয়া তাসকিন-পুত্রের বয়স এখন প্রায় ১০ মাস।

প্রিয় খেলা/কামরুল