কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বলটি স্মিথের দুই পায়ের মধ্য দিয়ে গিয়ে স্টাম্প ভেঙে দেয়। ছবি: সংগৃহীত

ভিডিওতে দেখুন স্মিথকে আউট করা বাটলারের সেই ম্যাজিকাল থ্রো

মুশাহিদ মিশু
Writer
প্রকাশিত: ১২ জুলাই ২০১৯, ১৩:৫২
আপডেট: ১২ জুলাই ২০১৯, ১৩:৫২

(প্রিয়.কম) স্বাগতিক দেশ হওয়ায় বিশ্বকাপের এবারের আসরের শুরু থেকে আলোচনায় রয়েছে ইংল্যান্ডের নাম। রীতিমতো ফেভারিট তকমা নিয়ে বিশ্বকাপ শুরু করেছে তারা। মাঠের পারফরম্যান্সেও দেখা যাচ্ছে সেই ছাপ। ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে সমানতালে আলো ছড়িয়ে একের পর এক জয় ছিনিয়ে নিচ্ছে ইয়ন মরগানের দল।

এমনকি সেমিফাইনালেও তার ব্যতিক্রম হয়নি। ১১ জুলাই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়াকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দীর্ঘ ২৭ বছর পর ফাইনালের টিকেট নিশ্চিত করেছে ইংলিশরা।

বৃহস্পতিবার বার্মিংহামের এজবাস্টনে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডে মুখোমুখি হয় অস্ট্রেলিয়ার। এদিন টস জিতে আগে ব্যাটিং করতে নেমেই ইংলিশ বোলারদের তোপের মুখে পড়েন অজি ব্যাটসম্যানরা। স্কোরকার্ডে মাত্র ১৪ রান যোগ করতেই সাজঘরে ফেরেন অজিদের টপ অর্ডারের তিন ব্যাটসম্যান।

বাটলারের দুর্দান্ত থ্রোতে রান আউটের ফাঁদে পড়েন স্মিথ। ছবি: সংগৃহীত

এরপর অ্যালেক্স ক্যারিকে নিয়ে দলের হাল ধরেন স্টিভেন স্মিথ। চতুর্থ উইকেটে দুজন মিলে গড়েন ১০৩ রানের জুটি। ক্যারিকে ৪৬ রানে থামিয়ে জুটি ভাঙেন আদিল রশিদ। এরপর আবারও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে শুরু করে অজিরা।

দলের এমন বিপর্যয়ের মধ্যেও উইকেটের এক প্রান্ত আগলে রেখে ব্যাট হাতে লড়াই চালিয়ে যাচ্ছিলেন স্মিথ। কিন্তু জস বাটলারের দুর্দান্ত এক থ্রোতে রান আউটের ফাঁদে পড়েন ৭২ বলে ওয়ানডে ক্যারিয়ারের ২৩তম হাফ সেঞ্চুরি তুলে নেওয়া সাবেক এই অজি অধিনায়ক। বলটি স্মিথের দুই পায়ের মধ্য দিয়ে গিয়ে স্টাম্প ভেঙে দেয়। আউট হওয়ার আগে ১১৯ বলে ৬টি চারে ৮৫ রানের ইনিংসটি খেলেন তিনি।

ভিডিওতে দেখুন বাটলারের সেই ম্যাজিকাল থ্রোতে স্মিথের রান আউট

প্রিয় খেলা/রুহুল