কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জনপ্রিয় ও শিক্ষামূলক অনুষ্ঠান নিয়ে শুরু হচ্ছে দুরন্ত’র অষ্টম মৌসুম।

জনপ্রিয় ও শিক্ষামূলক অনুষ্ঠান নিয়ে দুরন্ত’র নতুন মৌসুম

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১১ জুলাই ২০১৯, ১২:১৮
আপডেট: ১১ জুলাই ২০১৯, ১২:১৮

(প্রিয়.কম) দুরন্ত টেলিভিশনে শুরু হতে চলেছে অনুষ্ঠানের নতুন মৌসুম।  নতুন মৌসুমে যুক্ত হচ্ছে ছয়টি নতুন অনুষ্ঠান ও দুটি নতুন কার্টুন সিরিজ। এ প্রসঙ্গে গতকাল ১০ জুলাই ২০১৯, বনানী দুরন্ত টলিভিশিনরে কার্যালয়ে দুরন্ত টেলিভিশনের অষ্টম মৌসুম উপলক্ষ্যে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অষ্টম মৌসুমের অনুষ্ঠান সম্প্রচার শুরু হবে আগামী ১৪ জুলাই ২০১৯ থেকে।

সংবাদ সম্মেলনে দুরন্ত টেলিভিশনের অষ্টম মৌসুমের অনুষ্ঠান নিয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন টেলিভিশনের অনুষ্ঠান প্রধান মোহাম্মদ আলী হায়দার। এ ছাড়াও উপস্থিত ছিলেন নতুন ধারাবাহিক ‘সিসিমপুর’-এর নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহ আলম, নির্বাহী প্রযোজক মনোয়ার শাহাদাত দর্পন ও সিসিমপুরের বন্ধুরা, ‘টিরিগিরি টক্কা (সিজন ২)’-এর পরিচালক শাহাদাৎ হোসেন সুজন ও শিল্পী সুজাত শিমুল, ‘রঙের খেলায় সুরের ভেলায়’-এর শিল্পী দেবলীনা সুর ও আবিদা সুলতানা, বিদেশি অনুষ্ঠানসমূহের প্রযোজক বাকার বকুলসহ অন্যান্য অনুষ্ঠানসমুহের অনুষ্ঠানের শিল্পী, শিশুশিল্পী, পরিচালক, প্রযোজক, কলাকুশলী এবং দুরন্ত টেলিভিশনের কর্মকর্তারা কলা-কুশলীবৃন্দ।  

মোহাম্মদ আলী হায়দার শুরুতেই দুরন্ত’র নতুন অনুষ্ঠানগুলোর সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করেন। তিনি বলেন, ‘সপ্তম মৌসুম শেষে আমরা অষ্টম মৌসুম শুরু করতে যাচ্ছি আগামী ১৪ জুলাই থেকে। এবার দেশি-বিদেশি নতুন নতুন অনেক অনুষ্ঠান যুক্ত হয়েছে প্রতিবারের মতো। বাংলাদেশের সকল মা বাবা ও শিশুদের জন্য আমরা নতুন ও বিনোদনমূলক অনুষ্ঠান তৈরি করছি সবসময়। সাথে সাথে এটাও খেয়াল করা হয় যেন শিশুরা কিছু আনন্দের সাথে কিছু শিখতেও পারে।’    

‘সিসিমপুর’-এর নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহ আলম বলেন- ‘সিসিমপুর এমন অনুষ্ঠান যা শিশুদের আত্নবিকাশে সবচেয়ে বড় ভূমিকা রাখে। আর দুরন্ত টিভি সকল দিক থেকে শিশুদের জন্য সঠিক ও পরিপূর্ণ বিনোদনের এক মাধ্যম। সবচেয়ে আনন্দের বিষয় হলো এখন সিসিমপুর আশছে দুরন্ত টিভিতে। যেন সিসিমপুর অবশেষে তার বাড়ি ফিরে এসেছে।’

‘সিসিমপুর’ প্রসঙ্গে দুরন্ত টিভি’র পরিচালক অভিজিৎ চৌধুরী বলেন, ‘আমরা সবাই সিসিমপুরের ভক্ত। আমরা অনেক আগে থেকেই চেয়েছি সিসিমপুর আমাদের চ্যানেলে প্রচার করা হবে। ওদের গল্প থেকে আনন্দের সাথে সাথে শেখা যায় অনেক কিছু যা কিনা দুরন্ত’রও মূল লক্ষ্য। তাই সিসিমপুর ও দুরন্ত একে অপরের পরিপূরক।’  

ধারাবাহিক নাটক ‘টিরিগিরি টক্কা’-এর জনপ্রিয় চরিত্র সুজাত শিমুল বলেন- ‘এই নাটকে মামার চরিত্রটিতে অভিনয় করেছি। এটা এতটাই জনপ্রিয়তা পেয়ে যে সবাই এখন আমাকে মামা বলেই চেনে। প্রথম সিজন থেকেও এই দ্বিতীয় সিজনে নির্মান কৌশল ছিল অনেক চমকপ্রদ। নাটকটি আমাদের দৈনন্দিন জীবনেও শিক্ষামূলক ভূমিকা রাখবে বলে মনে করি।’

সংবাদ বিজ্ঞপ্তি