কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

২০১৪ সালের নভেম্বরে উন্মোচিত হয় অ্যালেক্সা। ছবি: সংগৃহীত

যেতে হবে না ডাক্তারের কাছে, পরামর্শ দেবে অ্যালেক্সা!

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১০ জুলাই ২০১৯, ১৭:৩৬
আপডেট: ১০ জুলাই ২০১৯, ১৭:৩৬

(প্রিয়.কম) মাইগ্রেন, জ্বর এই জাতীয় অসুখের জন্য ব্রিটেনের নাগরিকদের ডাক্তারি পরামর্শ দেবে অ্যামাজনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট অ্যালেক্সা।

এই সেবা নাগরিকদের জন্য নিশ্চিত করতে অ্যামাজনের সঙ্গে কাজ করবে ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসেস (এনএইচএস)।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সময় এবং অর্থ বাঁচাতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে উপকৃত হবে বয়স্ক, অন্ধ এবং যারা গতানুগতিকভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারে না। এই প্ল্যাটফর্মের মাধ্যমে শুধুমাত্র প্রাথমিক সেবা দেওয়া হবে।

ব্রিটেনের হেলথ সেক্রেটারি জানান, অ্যালেক্সা এবং অন্য ভয়েস অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে এখন পর্যন্ত কয়েক লাখ মানুষ স্বাস্থ্যসম্পর্কিত প্রশ্ন জিজ্ঞাসা করেছে। এই ধরনের প্ল্যাটফর্মের মাধ্যমে সেরা পরামর্শ দেওয়া ব্রিটেন সরকারের পরবর্তী লক্ষ্য।

এর আগে গত বছর শুধুমাত্র কমান্ড দিয়ে ওষুধের দোকান থেকে ওষুধ কেনার সুবিধা চালু করেছিল অ্যালেক্সা।

প্রিয় প্রযুক্তি/কামরুল