কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সঞ্জয় মাঞ্জরেকার ও মাইকেল ভন। ছবি: সংগৃহীত

টুইটারে ভনকে ব্লক করে দিয়েছেন মাঞ্জরেকার!

সৌরভ মাহমুদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ১০ জুলাই ২০১৯, ০৯:২৮
আপডেট: ১০ জুলাই ২০১৯, ০৯:২৮

(প্রিয়.কম) ওয়ানডে বিশ্বকাপের ১২তম আসরে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগ পর্যন্ত একাদশে সুযোগ মেলেনি রবীন্দ্র জাদেজার। বাঁহাতি এই অলরাউন্ডারের পরিবর্তে ভারত মূলত দুই স্পিনার কুলদীপ ও চাহালকে প্রাধান্য দিয়েছে। বাংলাদেশ ম্যাচের আগে অবশ্য শোনা যাচ্ছিল, একাদশে ডাক পাবেন জাদেজা। ওই সময় জাদেজার মতো খেলোয়াড়ের একাদশে জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন তুলে বসেন সঞ্জয় মাঞ্জরেকার।

ভারতীয় ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটারের মতে, জাদেজা অল্প ব্যাটিং-বোলিং জানা ক্রিকেটার। তার ভাষ্য ছিল এরকম, ‘আমি বিটস অ্যান্ড পিসেস (যারা সব কাজই অল্প অল্প পারে) খেলোয়াড়দের খুব একটা ভক্ত নই। ওয়ানডে ক্যারিয়ারে এ মুহূর্তে জাদেজা ঠিক এ অবস্থাতেই আছে। সে টেস্ট খেলে শুধুমাত্র বোলার হিসেবে। ওয়ানডেতে আমি এমন খেলোয়াড় চাই, যে ব্যাটিং করতে জানে, সঙ্গে বোলিংটাও পারে।’

গ্রুপ পর্বের শেষ ম্যাচের পর সেমিফাইনালেও ভারতীয় একাদশে সুযোগ করে নেন জাজেদা। সম্ভাব্য একাদশ নিয়ে ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে টুইট করেন মাঞ্জরেকার। সেখানে জাদেজার নাম দেখে খোঁচা দেন ভন। সাবেক এই ইংলিশ অধিনায়ক রিটুইটে লেখেন, ‘বিটস অ্যান্ড পিসেস ক্রিকেটারকেই আপনি দলে রেখেছেন!’

মাঞ্জরেকার অবশ্য প্রত্যুত্তরে দাবি করেছিলেন, এটি তার পছন্দের একাদশ নয়, এটি সম্ভাব্য একাদশ যা নিয়ে ভারত খেলতে নামতে পারে। মাঠে বল গড়াতেই দেখা গেল, মাঞ্জরেকারের সেই ‘বিটস অ্যান্ড পিসেস’ জাদেজা দুর্দান্ত বোলিং পারফরম্যান্স উপহার দিচ্ছেন। বৃষ্টিস্নাত ম্যাচে ১০ ওভার বল করে মাত্র ৩৪ রানের বিনিময়ে জাদেজা তুলে নেন হেনরি নিকোলসের গুরুত্বপূর্ণ উইকেটও।

ঘটনার সূত্রপাত সেখানেই। মাঞ্জরেকরের আগের সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে এদিন টুইটারে ভন লেখেন, ‘ব্লাডি হেল বিটস অ্যান্ড পিস ক্যান স্পিন ইট।’ এই খোঁচার রেশ ধরেই এবার টুইটারে ভনকে ব্লক করেছেন মাঞ্জরেকার। ফলে মাঞ্জরেকারের কোনো টুইট দেখতে পারছেন না ভন। এক টুইট বার্তায় ভন নিজেই জানিয়েছেন এই কথা। তিনি বলেন, ‘ব্রেকিং নিউজ: সঞ্জয় মাঞ্জরেকার আমাকে ব্লক করেছে!’

পরবর্তী সময়ে মাইকেল ভন আরও একটি টুইট করেছেন। যেখানে তিনি লিখেছেন, ‘কাম অন সঞ্জয় আমাকে টুইটারে আনব্লক করো। এটা খুবই বর্বর!’

এমনিতেই জাদেজাকে ‘বিটস অ্যান্ড পিসেস’ ক্রিকেটার বলার পর নেটিজেনদের তীব্র সমালোনার মুখে পড়েছিলেন  মাঞ্জরেকার। সর্বশেষ ভনের এই টুইট যে তাতে আলাদা মাত্রা যোগ করল, সেকথা বলাই যায়। মাঞ্জরেকরকে অবশ্য পাল্টা আক্রমণ করে ধুয়ে দিয়েছিলেন জাদেজা। লিখেছিলেন, ‘এখন পর্যন্ত তোমার চেয়ে দ্বিগুন ম্যাচ খেলেছি ভবিষ্যতেও খেলবো। কাউকে তার প্রাপ্য সম্মানটুকু দেওয়ার চেষ্টা করো। তোমার মুখের কথা অনেক সহ্য করেছি।’

প্রিয় খেলা/আশরাফ