কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অপটিক্যাল ইলিউশন। ছবি: স্ক্রিনশট

ব্রিজ থেকে একের পর এক চলন্ত বাইক ও গাড়ি উধাও! (ভিডিও)

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ০৩ জুলাই ২০১৯, ১৬:৫৬
আপডেট: ০৩ জুলাই ২০১৯, ১৬:৫৬

(প্রিয়.কম) অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম হলো আদতে আলোর খেলা। এই আলোর খেলা আমাদের মস্তিষ্কের উপরে যথেষ্ট প্রভাব বিস্তার করে থাকে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এমনই অপটিক্যাল ইলিউশন।

টুইটারে ড্যানিয়েল নামক এক ব্যক্তি একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওটি ঘিরে চলছে তুমুল আলোচনা। ভিডিওটিতে দেখা যায়, ব্রিজের উপর থেকে হঠাৎ ‘উধাও’ হয়ে যাচ্ছে চলন্ত বাইকসহ গাড়ি।

একে একে নদীর দিকে যাচ্ছে গাড়িগুলো কিন্তু তারপরই অদৃশ্য হয়ে যাচ্ছে গাড়িগুলি। গাড়িগুলো তাহলে যাচ্ছে কোথায়? এমন প্রশ্নে টুইটার ব্যবহারকারীরা বলছেন একেক জন একেক কথা।  

একজন টুইটার ব্যবহারকারী বলেছেন, গাড়িগুলি বারমুডা ট্রায়াঙ্গেলে চলে যাচ্ছে। আবার কেউ বলছেন গাড়িগুলি আসলে হ্যারি পটারের হগওয়ার্টসে যাচ্ছে, কেউ আবার বলছেন গাড়িগুলি আসলে অন্য জগতে যাচ্ছে।

জুনের ২৯ তারিখ ভিডিওটি পোস্ট করার পর থেকে এরই মধ্যে ভিডিওটি দেখা হয়েছে প্রায় ৭৪ হাজার বার।

প্রিয় জটিল/আশরাফ/রুহুল