কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘নীলা’ গাইলেন নোবেল। ছবি: স্ক্রিনশট

এবার মাইলসের ‘নীলা’ গানটি গাইলেন নোবেল (ভিডিও)

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ০২ জুলাই ২০১৯, ০৯:২৮
আপডেট: ০২ জুলাই ২০১৯, ০৯:২৮

(প্রিয়.কম) ভারতীয় টেলিভিশন চ্যানেল জি বাংলায় প্রচারিত ‘সারেগামাপা’ অনুষ্ঠানে ঢাকার ছেলে মাইনুল আহসান নোবেল এবার শেষ আটের লড়াইয়ে গাইলেন দুটি গান। একটি বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলেসর ‘নীলা’ গানটি। এরপর নোবেল গাইলেন কলকাতার শিলাজিৎ মজুমদারের ‘জল ফড়িং’ গানটি।

এ সপ্তাহের সারেগামাপায় প্রথমে নীলা গানটি গাইলেন নোবেল। গানটি গাওয়া শেষে বিচারকরা কোনো মন্তব্য না করেই নোবেলের দ্বিতীয় গানটি শুনতে চাইলেন। এরপর নোবেল গাইলেন জল ফড়িং গানটি। বিচারকরা এই গানটি শুনে নোবেলকে গোল্ডেন গিটার দিলেন। বিচারকদের মধ্যে বিশেষ করে শান্তুনু মৈত্র গানটির বেশ প্রশংসা করেছেন। অন্য বিচারকরাও বেশ ভালো ভালো মন্তব্য করেছেন।

নোবেল সারেগামাপাতে তার গাওয়া জেমসের কালজয়ী ‘বাবা’ গানটির মাধ্যমেই সর্বপ্রথম জনপ্রিয়তা অর্জন করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে পড়ে সেই গানটি। এ ছাড়া অনুপম রায়ের জনপ্রিয় গান ‘আমাকে আমার মতো থাকতে দাও’, কলকাতায় প্রতিষ্ঠিত বাংলা স্বাধীন রক সংগীত ব্যান্ড ‘মহীনের ঘোড়াগুলি’র জনপ্রিয় গান ‘আলোকবর্ষ দূরে’, নচিকেতার জনপ্রিয় গান ‘বৃদ্ধাশ্রম’ ছাড়াও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা ‘কারার ঐ লৌহ কপাট’ গানও নোবেল সারেগামাপাতে গেয়ে বেশ জনপ্রিয়তা পান।

চলুন দেখে নেওয়া যাক নোবেলের গলায় ‘নীলা’ ও ‘জল ফড়িং’ গান দুটি-

প্রিয় বিনোদন/আশরাফ