কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সোমবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জিএম কাদের এরশাদের শারীরিক অবস্থার বিস্তারিত জানান। ছবি: সংগৃহীত

এরশাদের শারীরিক অবস্থা নিয়ে গুজব ছড়াবেন না: জিএম কাদের

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ০১ জুলাই ২০১৯, ১৭:৩৩
আপডেট: ০১ জুলাই ২০১৯, ১৭:৩৩

(প্রিয়.কম) সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদের শারীরিক অবস্থা নিয়ে গুজব না ছড়াতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তার ছোট ভাই জিএম কাদের।

১ জুলাই, সোমবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এরশাদের শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে জিএম কাদের এ কথা বলেন।

তিনি বলেন, ‘তার অবস্থা স্থিতিশীল এবং অপরিবর্তিত। তবে তার অবস্থা নিয়ে গুজব না ছড়াতে আমি সবার কাছে অনুরোধ করছি এবং কোনো ধরনের গুজবে কান দেবেন না।’

দ্রুতই এরশাদের শারীরিক অবস্থার উন্নতি হবে এ আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘তবে তিনি এখনো শংকামুক্ত নন।’

কাদের বলেন, ‘হাসপাতালের চিকিৎসকরা তাকে (এরশাদ) বিদেশে নেওয়ার পরামর্শ দেননি এবং তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কাজ করছেন।’

তিনি বলেন, ‘তার ফুসফুস সংক্রমণ ‍উন্নতি হয়েছে কিন্তু কিডনি সংক্রমণ বেড়েছে। তার সামগ্রিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।’

রবিবার থেকে এরশাদের শারীরিক অবস্থা আবারও খারাপ হওয়ায় তাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছে।

সাংবাদিকদের কাদের বলেন, ‘শ্বাসপ্রশ্বাসে সমস্যার কারণে তাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছে।’

শারীরিক অবস্থা খারাপ হওয়ায় গত বুধবার এরশাদকে সিএমএইচে ভর্তি করা হয়। রক্তে হিমোগ্লোবিন স্বল্পতা, লিভারে সমস্যা, রক্তে সংক্রমণসহ নানা বার্ধক্যজনিত রোগে ভুগছেন ৮৯ বছর বয়সী এ রাজনৈতিক নেতা।

গত নভেম্বরের মাঝামাঝি সময়ের পর থেকে রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায়নি তাকে। এরশাদ গত আট মাসে বিভিন্ন সময়ে সিএমএইচ এবং দেশের বাইরে চিকিৎসা গ্রহণ করেন।

প্রিয় সংবাদ/কামরুল