কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভারতীয় ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জেরেকার। ছবি: সংগৃহীত

ভারতীয় ধারাভাষ্যকারের পক্ষপাতিত্ব, আইসিসির কাছে দর্শকের চিঠি

মুশাহিদ মিশু
Writer
প্রকাশিত: ২৭ জুন ২০১৯, ১৮:৫৯
আপডেট: ২৭ জুন ২০১৯, ১৮:৫৯

(প্রিয়.কম) ইংল্যান্ড বিশ্বকাপের পর্দা ওঠার আগেই ধারাভাষ্যকারদের সতর্ক করে চিঠি দিয়েছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ধারাভাষ্যকক্ষে পক্ষপাতিত্ব করে ধারাভাষ্য না দেওয়ার জন্য ধারাভাষ্যকারদের আহ্বান জানিয়েছিল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

আইসিসির এই সতর্কবার্তা আমলে নেননি ভারতের ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক সঞ্জয় মাঞ্জেরেকার। ধারাভাষ্যকক্ষে একের পর এক পক্ষপাতমূলক ধারাভাষ্য দিয়েই যাচ্ছেন তিনি। কিন্তু এবার বেশ বিপাকে পড়েছেন মাঞ্জেরেকার।

ভারতের এই ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষকের বিরুদ্ধে পক্ষপাতমূলক ধারাভাষ্য দেওয়ার অভিযোগ তুলে আইসিসিকে চিঠি লিখেছেন অস্ট্রেলিয়ার এক নাগরিক। কেবল তাই নয়, চিঠিতে সঞ্জয় মাঞ্জেরেকারের তুমুল সমালোচনাও করেন আদি কুমার নামের ওই অজি নাগরিক।

সম্প্রতি আইসিসিকে লেখা চিঠির একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন আদি কুমার। ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ছবিটির ক্যাপশনে ওই অজি নাগরিক লেখেন, ‘সঞ্জয় মাঞ্জরেকারের ধারাভাষ্য শুনে আমি খুবই হতাশ। এ কারণে আইসিসির কাছে এই চিঠি লিখছি।’

আইসিসিকে লেখা আদি কুমারের সেই চিঠি। ছবি: টুইটার

আইসিসিকে লেখা চিঠিতে আদি লিখেছেন, ‘হেই আইসিসি! সিডনি থেকে ভালোবাসা নিও। তোমাদের ধারাভাষ্য প্যানেলের একজন সঞ্জয় মাঞ্জরেকার। তার ব্যাপারে বলার জন্য চিঠিটা লিখছি। এ বিশ্বকাপে আমি তাকে পুরোপুরি অপেশাদার এবং ভারতের প্রতি পক্ষপাতী হিসেবে দেখেছি। তিনি বারবারই নিজের ব্যাপারে কথা বলতে আগ্রহী। এ ছাড়া বিশ্বকাপ খুব দারুণ চলছে। ধন্যবাদ।’

মুহূর্তের মধ্যে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে আইসিসিকে লেখা আদির চিঠিটি। তখন চিঠি লেখার পেছনের কারণটাও জানান এই অজি নাগরিক। তিনি বলেন,  ‘এই চিঠিটা লিখেছি মূলত সঞ্জয়ের কয়েকদিন আগের একটি ধারাভাষ্যের জন্য। যেখানে ভারতীয় উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনির ব্যাপারে বলছিলেন তিনি। ধোনিকে উইকেটের পেছনে আমাদের (ভারতের) অতন্দ্র প্রহরী বলে উল্লেখ করেন তিনি। কিন্তু তিনি একজন ধারাভাষ্যকার। মাইক হাতে তার কোনো পক্ষ নেই। এখানে কোনো আমরা কিংবা আমাদের থাকতে পারে না।’

প্রিয় খেলা/রুহুল