কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আইসিসি এই ম্যাচের সেরা ৫টি মুহূর্ত নিয়ে তৈরি একটি ভিডিও পোস্ট করেছে। ছবি: সংগৃহীত

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের ৫টি সেরা মুহূর্ত, দেখুন ভিডিওতে

সৌরভ মাহমুদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ২৫ জুন ২০১৯, ০৯:১২
আপডেট: ২৫ জুন ২০১৯, ০৯:১২

(প্রিয়.কম) স্কোরকার্ডের দিকে তাকালে দেখা যাবে, সাকিব আল হাসানের ৫১, মুশফিকু রহিমের ৮৩, মাহমুদউল্লাহ রিয়াদের ২৭ ও মোসাদ্দেক হোসেন সৈকতের ৩৫ রানে ভর করে ২৬২ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় বাংলাদেশ। পরবর্তী সময়ে সাকিব বল হাতে একাই গুঁড়িয়ে দেন প্রতিপক্ষের মেরুদণ্ড, শিকারি বাঘের মতো তুলে নেন ৫ উইকেট।

মেহেদী হাসান মিরাজ-মোসাদ্দেক হোসেনের স্পিন ঘূর্ণিও রানের চাকা আঁটকে রেখে আফগানিস্তানের উপর চাপ সৃষ্টি করে। বল হাতে দুর্দান্ত ছিলেন মুস্তাফিজুর রহমানও। বাংলাদেশি বোলারদের দাপুটে বোলিংয়ে ২০০ রানেই গুটিয়ে যায় আফগানরা। ফলাফল বাংলাদেশ ম্যাচটি জিতে নেয় ৬২ রানে।

স্পিনবান্ধব উইকেট তার উপর রানের চাপের এই ম্যাচে ঘটেছে বেশ কিছু ঘটনা। এই যেমন বুদ্ধিদীপ্ত ফিল্ডিং সেট করে আফগান অধিনায়ক গুলবাদিন নাইবকে সাকিবের ফেরানো, মোহাম্মদ নবীর বলে তামিম ইকবালের বোল্ড হয়ে যাওয়া, মোসাদ্দেকের বলে হাসমতউল্লাহকে মুশফিকু রহিমের তড়িৎ স্টাম্পিং, প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে সাকিবের পাঁচ উইকেট প্রাপ্তি, ছক্কা হাঁকিয়ে মুশফিকের হাফ সেঞ্চুরি পূরণ ইত্যাদি।

ম্যাচ শেষে আইসিসির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে; যেখানে উঠে এসেছে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের এমনই পাঁচটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।

চলুন ভিডিওতে দেখে নেওয়া যাক, এই ম্যাচের ৫টি সেরা মুহূর্ত-

প্রিয় খেলা/আশরাফ