কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নোবেল গাইলেন অক্ষয় কুমারের ‘বস’ ছবির গান। ছবি: সংগৃহীত

এবার বলিউডের অক্ষয় কুমারের ছবির গান গাইলেন নোবেল, দেখুন ভিডিও

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৪ জুন ২০১৯, ০৯:৪১
আপডেট: ২৪ জুন ২০১৯, ০৯:৪১

(প্রিয়.কম) ভারতীয় টেলিভিশন চ্যানেল জি বাংলায় প্রচারিত ‘সারেগামাপা’ অনুষ্ঠানে ঢাকার ছেলে মাইনুল আহসান নোবেল এবার গাইলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমারের ‘বস’ সিনেমার গান ‘হার কিসিকো নেহি মিলতা পেয়ার জিন্দেগী মে’। 

২৩ জুন, রবিবার রাতে ভারতের জি-বাংলা টেলিভিশনের সারেগামাপায় গানটি পরিবেশন করেন নোবেল।

বিচারকরা গানটি শুনে বেশ প্রশংসা করেন নোবেলের। তার গায়কীর জন্য বিচারকরা তাকে গোল্ডেন গিটারও দিয়েছেন। 

এদিকে এই গানটি শেষ করার সঙ্গে সঙ্গে নোবেলকে গাইতে হয় আরেকটি গান। অনুষ্ঠানের বিচারক শান্তনু মৈত্র নোবেলকে ওই গানটির চ্যালেঞ্জ দিয়েছিলেন। নোবেল সেই চ্যালেঞ্জ গ্রহণ করেন। নোবেলকে দেওয়া হয় ভিন্ন ধরনের বাদ্যযন্ত্র ‘সারেঙ্গি’র সুরে বাজানো একটি গান গাইতে। নোবেল চিন্তা করে অনুপম রায়ের ‘একবার বল’ গানটি গাইলেন। সারেঙ্গির সুরে নোবেলের গাওয়া এই গানটি শুনেও বিচারকরা তার বেশ প্রশংসা করলেন। 

তিন জন বিচারকই তাকে দশে ১০ নম্বর দিয়েছেন। যার ফলে নোবেলের জায়গা হয়ে গেল সারেগামাপার শেষ নয়ে। অর্থাৎ নোবেল এখন সেরা ৯ প্রতিযোগীর একজন।

চলুন দেখে নেওয়া যাক নোবেলের গলায় অক্ষয় কুমারের ছবির সেই গানটি-

প্রিয় বিনোদন/আশরাফ