কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ছবিটি প্রতীকী, ইন্টারনেট হতে সংগৃহীত।

প্রিয় টিপস: ২৩ জুন, ২০১৯

রুমানা বৈশাখী
বিভাগীয় প্রধান (প্রিয় লাইফ)
প্রকাশিত: ২৩ জুন ২০১৯, ০৮:৩২
আপডেট: ২৩ জুন ২০১৯, ০৮:৩২

(প্রিয়.কম) টিপস বিভাগে প্রতিদিন আমাদের চেষ্টা থাকে এমন কিছু কৌশল উপস্থাপন করার, যা কিনা নিত্যদিনের খুঁটিনাটি কাজে সাহায্য করে চমৎকারভাবে। তারই ধারাবাহিকতায় আজ থাকছে দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত আরও একটি টিপস।

কেক খেতে ভালোবাসেন ছোট-বড় সকলেই। কিন্তু কেক একবার কেনার পর বেশ কিছুদিন ঘরে রাখা যায় না। ফ্রিজে রাখলে কেক হয়ে পড়ে শক্ত ও বিস্বাদ। অন্যদিকে ফ্রিজ ছাড়া খুব দ্রুত ফাঙ্গাস পড়ে নষ্ট হয়ে যায়। কীভাবে কেক রাখলে বেশ কয়েকদিন ভালো থাকবে, স্বাদও থাকবে অক্ষুণ্ণ? জানিয়ে দিচ্ছি আজকের টিপসে।

একটি এয়ারটাইট বক্স নিন, ভেতরটা ভালোভাবে লেবুর রস বা সিরকা দিয়ে মুছে নিন। এর মাঝে কেক রেখে মুখ আটকে রাখুন। ফ্রিজে রাখতে হবে না। এমনিতেই ৫ থেকে ৭ দিন ভালো থাকবে, নষ্ট হবে না। শক্তও হয়ে যাবে না।

প্রিয় লাইফ/আশরাফ