কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

লাসিথ মালিঙ্গার আগুন ঝরা বোলিংয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ইংলিশরা। ছবি: সংগৃহীত

ভিডিওতে দেখুন ইংল্যান্ডের বিপক্ষে মালিঙ্গার আগুনঝরা বোলিং

মুশাহিদ মিশু
Writer
প্রকাশিত: ২২ জুন ২০১৯, ২০:৫৬
আপডেট: ২২ জুন ২০১৯, ২০:৫৬

(প্রিয়.কম) নাটকীয়তা ও অনিশ্চয়তার খেলা ক্রিকেট। ২২ গজে ব্যাট-বলের এই লড়াই যে কতটা অনিশ্চিত খেলা সেটা যেন আরেকবার প্রমাণ হলো ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচে। চলমান ওয়ানডে বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে ইংলিশদের ২০ রানে হারিয়ে রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছে লঙ্কানরা।

২১ জুন, শুক্রবার লিডসে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ২৩২ রানে শ্রীলঙ্কার ইনিংস। ছোট পুঁজি নিয়েও ইংল্যান্ডকে রুখে দেয় বিশ্বকাপের এবারের আসরের আন্ডারডগ তকমা পাওয়া লঙ্কানরা। ২৩৩ রান তাড়া করতে নেমে তিন ওভার বাকি থাকতেই ২১২ রানে গুটিয়ে যায় ইংলিশরা।

ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার এই অবিশ্বাস্য জয়ের মূল নায়ক অবশ্য লাসিথ মালিঙ্গা। এদিন ১০ ওভারে এক মেডেনসহ ৪৩ রানের বিনিময়ে ইংলিশদের চার উইকেট তুলে নেন ডানহাতি এই পেসার। এর মধ্যে ছিল দুই ওপেনার জেমস ভিন্স, জনি বেয়ারস্টোসহ জো রুট ও জস বাটলারের গুরুত্বপূর্ণ উইকেট। ৩৫ বছর বয়সী এই পেসারের আগুন ঝরা বোলিংয়েই ম্যাচ থেকে ছিটকে যায় ইংলিশরা।

ভিডিওতে দেখে নিন ইংল্যান্ডের বিপক্ষে মালিঙ্গার সেই আগুনঝরা বোলিং