কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ফাইল ছবি

সপ্তম কাউন্সিলের জন্য প্রস্তুতি নিচ্ছে বিএনপি: ফখরুল

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২২ জুন ২০১৯, ১৮:৪৫
আপডেট: ২২ জুন ২০১৯, ১৮:৪৫

(প্রিয়.কম) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সপ্তম জাতীয় কাউন্সিলের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

২২ জুন, শনিবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকের প্রশ্নে এ কথা জানান তিনি।

তিনি বলেন, ‘আমরা পরবর্তী কাউন্সিলের প্রস্তুতি নিচ্ছি এবং এর জন্য জেলা ইউনিট পুনর্গঠনসহ আমরা ইতোমধ্যেই আমাদের কার্যক্রম শুরু করেছি।’

দলের স্থায়ী কমিটির নতুন দুজন সদস্য সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকুকে সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।

মির্জা ফখরুল বলেন, ‘পার্টির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের শূন্য পদ পূরণ করতেই সেলিমা রহমান এবং টুকুকে স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে।’

‘দলে তাদের দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ আমাদের গঠনতন্ত্র মেনেই তাদের নিয়োগ দেওয়া হয়েছে। জনগণের মধ্যে তাদের ইতিবাচক ইমেজ রয়েছে।’

দলের জাতীয় কাউন্সিলের তিন বছর পর বিএনপি বুধবার ঘোষণা করে, সেলিমা ও টুকুকে স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে।

বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল ২০১৬ সালের ১৯ মার্চ অনুষ্ঠিত হয়।

স্থায়ী কমিটিতে আরও তিনটি শূন্য পদ আছে, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপি মহাসচিব বলেন, ‘যথাসময়ে ওই পদগুলো পূরণে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’

দুজন স্থায়ী কমিটির নতুন সদস্যকে সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতার কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে ফখরুল বলেন, ‘খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত ও গণতন্ত্র “পুনরুদ্ধারের” সংগ্রামকে আরও বেগবান করার নতুন শপথ নিয়েছেন তারা।’

তিনি আরও বলেন, ‘সরকারকে অবিলম্বে নিরপেক্ষ প্রশাসনের অধীনে অতি দ্রুত নতুন নির্বাচন দিতে হবে। যাতে করে জনগণ ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে।’

প্রিয় সংবাদ/কামরুল/রিমন