কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিএনপির যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

ছাত্রদলের বাধার মুখে পিছু হটলেন রিজভী

আমিনুল ইসলাম মল্লিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ জুন ২০১৯, ১৬:০৬
আপডেট: ২২ জুন ২০১৯, ১৬:০৬

(প্রিয়.কম) বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আইনজীবীদের বিক্ষোভ মিছিলে সংহতি প্রকাশ করতে গিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের বাধার মুখে ফিরে যেতে হয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে। ছাত্রদলের কমিটিতে থাকতে বয়সের নিয়ম বাতিলের দাবিতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আগে থেকেই অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

২২ জুন, শনিবার দুপুর ১২টার দিকে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ছাত্রদলের বিক্ষুব্ধদের বাধার সম্মুখীন হয়েছেন তিনি। এ ঘটনায় বাধার মুখে পড়ে এক পর্যায়ে রিজভী কর্মসূচি থেকে দলীয় কার্যালয়ে ফিরে যেতে বাধ্য হন।

‘গণতন্ত্র ও খালেদা জিয়া মুক্তি আইনজীবী আন্দোলন’র উদ্যোগে দুপুর পৌনে ১২টার দিকে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আইনজীবীদের বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নাইটিংগেল মোড় ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন সংগঠনটির চেয়ারম্যান অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, সুপ্রিম কোর্টে বারের সাবেক সম্পাদক গিয়াস উদ্দিন, অ্যাডভোকেট আবেদ রাজা, জাতীয়তাবাদী যুব আইনজীবী সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. ফারুক হোসেন প্রমুখ।

পরে ফারুক হোসেন প্রিয়.কমকে বলেন, বিক্ষোভ মিছিল শেষে রুহুল কবির রিজভী দলীয় কার্যালয়ের বাইরে এসে আইনজীবীদের কর্মসূচিতে অংশ নিতে গেলে সেখানে আন্দোলনরত ছাত্রদলের নেতাকর্মীদের তোপের মুখে পড়েন। এবং তিনি অফিসের দিকে ফেরত যান। ছাত্রদলের কমিটিতে থাকতে বয়সের নিয়ম বাতিলের দাবিতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আগে থেকেই অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্রদলের নেতাকর্মীরা। সেখানেই কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়। তবে রিজভী দলীয় কার্যালয়ে ফিরে গেলে পরিস্থিতি শান্ত হয়।

প্রিয় সংবাদ/আশরাফ