কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সালমান খান। ছবি: সংগৃহীত

সালমানের একদিনের খাবার খরচ কত?

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২২ জুন ২০১৯, ১৫:০৫
আপডেট: ২২ জুন ২০১৯, ১৫:০৫

(প্রিয়.কম) বলিউড সুপারস্টার সালমান খান। বক্স অফিসে তার ছবি মানেই সুপারহিট। পঞ্চাশের গণ্ডি পেরিয়ে গিয়েছেন কিন্তু ফিটনেসের ব্যাপারে এখনো অনেক সচেতন তিনি। ফিটনেস ধরে রাখতে জিম ও ডায়েট ঠিক মতোই করছেন এই অভিনেত। 

সালমান দিন শুরু করেন হালকা গরম পানিতে লেবু ও মধু মিশিয়ে পান করে। এরপর সামান্য কার্বোহাইড্রেট ও প্রোটিনসমৃদ্ধ স্ন্যাকস। ঝাল,তেল বা মশলা জাতীয় খাবার থেকে দূরে থাকেন তিনি। সকালের খাবারে ৪টি ডিমের অমলেট থাকা চাই। কারণ এটা তার ভীষণ প্রিয়।

দক্ষিণের খাবারও খুব প্রিয় তার। সপ্তাহে মাত্র ৪দিন উত্তর ভারতীয় খাবার দুপুরে খান সালমান খান। বাকি সময় দক্ষিণ ভারতের খাবার খান। এ ছাড়া মাছ ও সালাদ খেতে পছন্দ করেন তিনি।

ডিনারে চিকেন থাকা চাই। সব মিলে যা দাঁড়ায়, তাতে দেখা গেছে সলমানের এক দিনের খাবারের পেছনে খরচ হয় ৮ হাজার টাকার মতো।

১৯৮৮ সালে ‘বিবি হো তো অ্যায়সি’ ছবি দিয়ে তার ক্যারিয়ার শুরু। ‘ম্যানে পেয়ার কিয়া’ ছবির পর আর ফিরে তাকাতে হয়নি তাকে। তখন থেকেই তিনি বলিউডের অন্যতম সেরা নায়ক। তবে স্বাস্থ্য নিয়ে এখনো খুবই সতর্ক তিনি। সব ছবিতে নিজের বডি দেখিয়ে তার প্রমাণও দেন তিনি।

প্রিয় বিনোদন/মিঠু/আশরাফ