কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা ও বাংলাদেশ ক্রিকেট দলের কয়েকজন ক্রিকেটার। ফাইল ছবি

‘সমর্থকদের আস্থার প্রতিদান দিয়েছে বাংলাদেশ’ (ভিডিও)

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২১ জুন ২০১৯, ১৫:৫৪
আপডেট: ২১ জুন ২০১৯, ১৫:৫৪

(প্রিয়.কম) পাহাড়সম লক্ষ্য ছুড়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু শেষ পর্যন্ত বুক চিতিয়ে লড়েছেন টাইগাররা। আকাশচুম্বী টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ৪৮ রানে হেরেছেন। তবে বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচের লাগাম শক্ত করে ধরেন টাইগাররা। সেঞ্চুরি হাঁকান মুশফিকুর রহিম। ফিফটি তুলে নেন তামিম-মাহমুদউল্লাহ। রান পান সাকিবও।

২০ জুন, বৃহস্পতিবার নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে প্রথমে ব্যাট করে ৩৮২ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩৩ রান তোলেন তারা, যা ওয়ানডে ক্রিকেট ইতিহাসে লাল-সবুজ জার্সিধারীদের দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড।

স্বাভাবিকভাবেই অজিদের বিপক্ষে টাইগারদের দুর্দান্ত পারফরম্যান্সে ভীষণ মুগ্ধ পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা।

ম্যাচ শেষে ইউটিউবে বিশ্লেষণে তিনি বলেন, ‘অনেক বড় রান তাড়া করেছে বাংলাদেশ। দারুণ ব্যাটিং করেছে দলটির ব্যাটসম্যানরা। তাদের অবশ্যই কৃতিত্ব দিতে হবে। কোনো যায়গায় হাল ছাড়েনি টাইগাররা। সবসময় নিজেদের মধ্যে বিশ্বাস রেখেছেন তারা।’

রমিজ রাজা বলেন, ‘প্রথম ইনিংসে পর মনে হয়েছিল; অস্ট্রেলিয়া সহজেই ম্যাচটা জিতে যাবে। কারণ এমন লক্ষ্যের সামনে ভেঙে পড়ে অনেকেই। মুশফিক সেঞ্চুরি হাঁকিয়েছে, তামিম ষাটোর্ধ্ব রান করেছে, সাকিব আবারো ভালো শুরু করেছিল, মাহমুদউল্লাহ বিগ হিট করেছে। দারুণ কিছু দেখিয়েছে তারা। যদি বোলাররা আরেকটু ভালো করতো তা হলে ম্যাচের চিত্র অন্যরকম হতে পারত।’

রমিজ আরও বলেন, ‘সমর্থকদের আস্থার প্রতিদান দিয়েছে বাংলাদেশ। তারা তো সেটাই চায়। প্রতিটি টিমের ভক্তরা চায়, যেন শেষ পর্যন্ত লড়াই করে প্রিয় দল। সত্যিকার অর্থে, সবার মন জয় করেছে মুশফিক-মাহমুদউল্লাহরা।

প্রিয় সংবাদ/প্রান্তিক/কামরুল