কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ম্যাকবুক প্রো। ছবি: সংগৃহীত

ত্রুটিযুক্ত ১৫ ইঞ্চি ডিসপ্লের ম্যাকবুক প্রো খুঁজছে অ্যাপল

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২১ জুন ২০১৯, ১২:০২
আপডেট: ২১ জুন ২০১৯, ১২:০২

(প্রিয়.কম) ব্যাটারিজনিত সমস্যার কারণে অ্যাপল তাদের ১৫ ইঞ্চি ডিসপ্লের ম্যাকবুক প্রোর একটি অংশ বাজার থেকে প্রত্যাহার করে নিয়েছে।

২০ জুন, বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

অ্যাপল জানিয়েছে, ব্যাটারির ত্রুটি এবং ব্যবহারকারীদের নিরাপত্তার স্বার্থে এসব ম্যাকবুক প্রো প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। নির্দিষ্ট সংখ্যক ক্রমিক নম্বরের ম্যাকবুক প্রো ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে ২০১৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বিক্রি করা হয়েছে।

এ ছাড়া অ্যাপল তাদের বিবৃতিতে ত্রুটিপূর্ণ ম্যাকবুক প্রো ব্যবহার না করতে ব্যবহারকারীদের নির্দেশনা দিয়েছে। এ ছাড়া ত্রুটিপূর্ণ ম্যাকবুক প্রোর ব্যাটারি সমস্যার সমাধান করে দেবে অ্যাপল।

ত্রুটিপূর্ণ পণ্য বাজার থেকে প্রত্যাহারের এমন উদাহরণ এবারই প্রথম নয়। এর আগে স্যামসাং ইলেকট্রনিক্স তাদের ফ্ল্যাগশিপ গ্যালাক্সি নোট ৭ স্মার্টফোন বাজার থেকে প্রত্যাহার করে নিয়েছিল। ফোনগুলোতে থাকা ব্যাটারির বিষ্ফোরণের ঘটনার জের ধরে স্যামসাং এই সিদ্ধান্ত নিয়েছিল।

আপনার ব্যবহার করা ম্যাকবুক প্রোটি এই তালিকার মধ্যে আছে কিনা জানতে এই লিঙ্কে ক্লিক করুন।

প্রিয় প্রযুক্তি/আশরাফ