কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। ফাইল ছবি

ভাগনেকে ফিরে পেয়ে যা বললেন সোহেল তাজ

মোক্তাদির হোসেন প্রান্তিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ জুন ২০১৯, ১৬:১১
আপডেট: ২০ জুন ২০১৯, ১৬:১১

(প্রিয়.কম) এগারো দিন পরে বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ তার নিখোঁজ ভাগনেকে ফিরে পাওয়ার পর বলেন, ‘আমাদের নিজেদের সাথে এমনটা হয়েছে। কেউ নিখোঁজ হলে তার পরিবারের ওপর দিয়ে কী অবস্থা যায় আমরা জানি। এই মানসিক যন্ত্রণা কোনো মানুষের জন্য কাম্য হতে পারে না। এমনটা যেন আর কোনো পরিবারের সঙ্গে না হয়। এই কয়দিন তো আমাদের অনুভূতি বলতে কিছুই ছিল না। খাওয়া দাওয়া নেই। কোনো ঘুম নেই।’

২০ জুন, বৃহস্পতিবার ভোরে সৈয়দ ইফতেখার আলম সৌরভকে ময়মনসিংহ থেকে উদ্ধার করে পুলিশ। এরপর তাকে পুলিশি প্রহরায় ঢাকায় নিয়ে আসা হয় ও পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। ভাগনেকে ফিরে পেয়ে উপস্থিত গণমাধ্যমকর্মীদের কাছে এইসব কথা বলেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘কখন কল আসবে, ওর গলা শোনা যাবে কি-না। এই ভেবে দিনরাত অপেক্ষা করে গেছি। এটা একটা বিষাক্ত অনুভূতি। বিষ খেলেও মনে হয় মানুষের এই কষ্ট হয় না।’

সোহেল তাজ আরও বলেন, ‘সৌরভের অবস্থা ভালো ছিল না। আমি যতটুকু জেনেছি যে তাকে চোখ বাঁধা অবস্থায় পাওয়া গিয়েছে। ওর গায়ে কোনো জামা ছিল না, খালি পায়জামা পরা ছিল। সে খুব ক্ষুধার্ত ছিল। তবে আমরা ওকে অক্ষত অবস্থায় পাচ্ছি এটাই বেশি।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সোহেল তাজ বলেন, ‘আপনারা বুঝতে পারছেন সে যেখানেই ছিল, নিশ্চয়ই শান্তিতে ছিল না। ও আমাকে আভাস ইঙ্গিত করেছে যে ওর কী দুরবস্থা ছিল। মানে আপনারা বুঝতে পারছেন ওর মানসিক অবস্থাটা, একেবারে বিধ্বস্ত। এখন ওর ওপরে কোনো চাপ প্রয়োগ করা যাবে না। তো আমরা এই বিষয়ে আলাপ করব না।’

এসময় সৌরভের মা বলেন, অন্য কোনো বাবা-মাকে যেন এই ‘বিভীষিকাময়’ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে না হয়।

মানসিকভাবে বিপর্যস্ত সৌরভ তেমন একটা কথা বলতে না পারলেও উদ্ধার তৎপরতায় অংশ নেওয়া আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান। সৌরভ বলেন, যারা আমার জন্যে কষ্ট করেছে তাদের সবাইকে ধন্যবাদ। আমার মামা, আমার পরিবার এবং আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী আমার জন্য কষ্ট করছে, তাদের ধন্যবাদ।

গত ৯ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে সৈয়দ ইফতেখার আলম সৌরভ অপহৃত হন। ওই দিন রাতে তার বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে শনিবার সোহেল তাজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তার ভাগনেকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেন।

প্রিয় সংবাদ/আশরাফ