কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিএনপি নেতা বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ চৌধুরী। ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন সেলিমা-টুকু

মোক্তাদির হোসেন প্রান্তিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ জুন ২০১৯, ১৩:৪০
আপডেট: ১৯ জুন ২০১৯, ১৩:৪০

(প্রিয়.কম) বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটিতে নতুন সদস্য হিসেবে দুইজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

১৯ জুন, বুধবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

সর্বশেষ ২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির জাতীয় কাউন্সিল হয়। ওই সময় স্থায়ী কমিটিতে বেশ ক’টি পদ শূন্য রাখা হয়। কাউন্সিলের তিন বছর পর এই দুইজনকে স্থায়ী কমিটিতে জায়গা দেওয়া হয়েছে। সেই কমিটিতে দলের ভাইস চেয়ারম্যান পদে ছিলেন বেগম সেলিমা রহমানইকবাল হাসান মাহমুদ টুকু। টুকুর বাড়ি সিরাজগঞ্জে ও সেলিমা রহমানের বাড়ি বরিশালে।

রুহুল কবির জানান, দলের গঠনতন্ত্রের প্রাপ্ত ক্ষমতাবলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্থায়ী কমিটির শূন্যপদে সেলিমা রহমান ও টুকুকে নিয়োগ দিয়েছেন। 

এদিকে কমিটি ঘোষণার সময়ই ১৯ সদস্যের স্থায়ী কমিটির দুটি পদ ফাঁকা ছিল। বাকি ১৭ সদস্যের মধ্যে তরিকুল ইসলাম, আ স ম হান্নান শাহ ও এমকে আনোয়ার মারা গেছেন। ফলে পাঁচটি পদ দীর্ঘদিন ধরে ফাঁকা ছিল। এর মধ্যে দুটি পদ পূরণ হলো। এখনও তিনটি পদ ফাঁকা রয়েছে।

স্থায়ী কমিটির ১৬ সদস্য হলেন- পদাধিকার বলে আছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া আছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, সালাহ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সর্বশেষ যুক্ত হলেন সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

প্রিয় সংবাদ/রুহুল