কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ম্যানচেস্টারের একটি ক্যাফেতে সমর্থকদের ক্যামেরায় এভাবে ধরা পড়েন সানিয়া মির্জা-শোয়েব মালিকরা। ছবি: সংগৃহীত

‘আমি পাকিস্তান ক্রিকেট দলের মা নই’

সৌরভ মাহমুদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৯ জুন ২০১৯, ১০:২৩
আপডেট: ১৯ জুন ২০১৯, ১০:২৩

(প্রিয়.কম) বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই মহারণ। আর সেই মহারণের আগের রাতে নাকি সিসা লাউঞ্জে লেট নাইট পার্টি সেরেছেন পাকিস্তান ক্রিকেট দলের অনেকেই। এই তালিকায় ছিলেন শোয়েব মালিক এবং তার স্ত্রী সানিয়া মির্জাও। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও প্রকাশ হতেই শুরু হয় সমালোচনার ঝড়

ভারতের বিপক্ষে হারের জন্য পাকিস্তানি সমর্থকরা সরাসরি দায়ী করেছেন সানিয়া মির্জাকে। অভিযোগ; তিনিই নাকি পাকিস্তানি ক্রিকেটারদের ওখানে নিয়ে গিয়ে সিসা খেতে বাধ্য করেছেন। এই ইস্যুতে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে টুইটারে এক হাত নিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী বীণা মালিকও।

পালটা টুইটে অবশ্য বীণাকে কটাক্ষ করতে ছাড়েননি সানিয়া। সমালোচনার কড়া জবাব দিতে গিয়ে সানিয়া মির্জা জানিয়েছেন, তিনি পাকিস্তানি ক্রিকেটারদের ডায়েটিশিয়ান বা মা নন। ফলে, শোয়েব মালিক-ওয়াহাব রিয়াজ-ইমাদ ওয়াসিমরা কোথায় যাবে, কী খাবে তা ঠিক করার দায়িত্ব তার নয়।

সানিয়ার কড়া সমালোচনার পাশাপাশি তার ‘মাতৃত্ববোধ’ নিয়েও প্রশ্ন তোলেন পাকিস্তানি অভিনেত্রী বীণা মালিক। টুইটে তিনি লিখেছেন, ‘আমি খুবই উদ্বিগ্ন তোমার সন্তান নিয়ে। তোমরা তাকে সিসা লাউঞ্জে নিয়ে গিয়েছিলে। জায়গাটা একেবারেই স্বাস্থ্যকর নয়। আমি যতটুকু জানি, জাঙ্ক ফুড খেলোয়াড়দের খাওয়া ঠিক নয়। একজন মা ও অ্যাথলেট হিসেবে তোমার জানা উচিত ছিল।’

পাল্টা টুইটে সানিয়া লিখেছেন, ‘বীণা, ওই সিসা লাউঞ্জে আমি আমার সন্তানকে নিয়ে যাইনি। এটা নিয়ে তোমার বাঁ অন্য কারোর না ভাবলেও চলবে। আমি মনে করি, তোমাদের অন্য সবার চেয়ে আমি আমার সন্তানের যত্ন ভালোভাবে নিতে পারবো। আর দ্বিতীয়ত আমি পাকিস্তান ক্রিকেট দলের ডায়েটিশিয়ান কিংবা মা নই, এমনকি প্রিন্সিপাল কিংবা শিক্ষিকাও নই।’

এরপর আরেকটি টুইটে বীণা মালিক জানিয়েছেন, তিনি অত্যন্ত ভদ্রভাবেই সানিয়ার সঙ্গে কথা বলেছেন। কিন্ত সানিয়া তাকে ব্লক করে দিয়েছেন এবং পরিবেশটা অস্বাস্থ্যকর করে দিয়েছেন। শুধু তাই নয়, সানিয়াকে ‘ভাবী’ বলে সম্বোধন করে তিনি জানান, বিষয়টা সানিয়া ব্য়ক্তিগত পর্যায় নিয়ে গিয়েছেন। এমন অবস্থায় টুইট করেন শোয়েব মালিকও। তিনি জানান, পরিবারকে টেনে না আনাটা শ্রেয়!

শোয়েব এও জানান, ২০ বছর আন্তর্জাতিক ক্রিকেটে কাটিয়ে দেওয়ার পরও তাকে ব্য়ক্তিগত জীবন নিয়ে কথা বলতে হচ্ছে। যা মেনে নিতে পারছেন না তিনি।

প্রিয় খেলা/রুহুল