কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ছবিটি প্রতীকী, ইন্টারনেট হতে সংগৃহীত।

প্রিয় টিপস: ১৯ জুন, ২০১৯

রুমানা বৈশাখী
বিভাগীয় প্রধান (প্রিয় লাইফ)
প্রকাশিত: ১৯ জুন ২০১৯, ০৮:২৮
আপডেট: ১৯ জুন ২০১৯, ০৮:২৮

(প্রিয়.কম) টিপস বিভাগে প্রতিদিন আমাদের চেষ্টা থাকে এমন কিছু কৌশল উপস্থাপন করার, যা কিনা নিত্যদিনের খুঁটিনাটি কাজে সাহায্য করে চমৎকারভাবে। তারই ধারাবাহিকতায় আজ থাকছে দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত একটি টিপস।

ফ্ল্যাট বাড়িতে তেলাপোকা একটি ভয়াবহ সমস্যার নাম। কিছুতেই দূর করা যায় না এই প্রাণীটিকে। যত যাই করা হোক না কেন তেলাপোকা বারবার ফিরে ফিরে আসে।

তেলাপোকা তাড়াতে তেজপাতা কুচি কুচি করে কেটে নিন বা ভালো করে থেঁতো করে নিন। এই চূর্ণ ঘরের আনাচে-কানাচে ছড়িয়ে দিন, কিছুদিন পর পর বদলে দিন। তেলাপোকা একেবারেই চলে যাবে। অন্যদিকে তেজপাতা ভালো করে পানিতে ঘণ্টা খানেক ফুটিয়ে মিক্সচার তৈরি করুন। এই মিক্সচার দিয়ে নিয়মিত ঘর মুছে রাখুন। তেলাপোকা আর কখনো ফিরে আসবে না।

প্রিয় লাইফ/রুহুল