কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কল্যানপুর পেট্রোল পাম্পের আগুন নিয়ন্ত্রনে। ছবি: সংগৃহীত

কল্যাণপুরে পেট্রোল পাম্পের আগুন নিয়ন্ত্রণে

আমিনুল ইসলাম মল্লিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ জুন ২০১৯, ২১:১২
আপডেট: ১৮ জুন ২০১৯, ২১:১২

(প্রিয়.কম) রাজধানীর কল্যাণপুরে একটি পেট্রোল পাম্পে ঘটে যাওয়া অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

১৮ জুন, মঙ্গলবার বিকেল সোয়া ৫টায় আগুন লাগে। ফায়ার সার্ভিস কন্ট্রোলরুমের ডিউটি অফিসার রাসেল শিকদার সাংবাদিকদের জানান, সন্ধ্যা ৬টা ২০মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। স্থানীয়রা জানান, আগুন খোলা স্থানে লাগলেও আশপাশে আবাসিক ভবন এবং বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল ছিল। তেলের কারণে আগুনের তীব্রতা দ্রুত বেড়ে যায়। চারদিকে কালো ধোঁয়ায় ছেয়ে যায়। রাস্তা বন্ধ করে দেওয়া হয়।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিয়াজ আহমেদ জানান, মেসার্স সাহিল ফিলিং স্টেশনে ডিজেলের গাড়িতে (ঢাকা মেট্রো চ-০৩-০০১০) আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রিয় সংবাদ/কামরুল