কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ছবিটি প্রতীকী, ইন্টারনেট হতে সংগৃহীত।

প্রিয় টিপস: ১৮ জুন, ২০১৯

রুমানা বৈশাখী
বিভাগীয় প্রধান (প্রিয় লাইফ)
প্রকাশিত: ১৮ জুন ২০১৯, ০৮:৩৫
আপডেট: ১৮ জুন ২০১৯, ০৮:৩৫

(প্রিয়.কম) টিপস বিভাগে প্রতিদিন আমাদের চেষ্টা থাকে এমন কিছু কৌশল উপস্থাপন করার, যা কিনা নিত্যদিনের খুঁটিনাটি কাজে সাহায্য করে চমৎকারভাবে। তারই ধারাবাহিকতায় আজ থাকছে দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত আরও একটি টিপস।

চলছে আমের মৌসুম। এখন দামটাও বেশ কম, খেতেও সুস্বাদু। অনেক বাড়িতেই কেনা হচ্ছে প্রচুর আম। অনেকের বাড়িতে নিজেদের গাছ আছে, আম পেড়ে জমিয়ে রাখা হচ্ছে। কিন্তু লক্ষ্য করেছেন কি, পাকা আম রাখতে গেলে অনেক সময়েই থেঁতলে যায় বা চাপ লেগে আম নষ্ট হয়ে যায়। ফলে আম কালো হয়ে যায় বা পচে যায়। কীভাবে প্রতিরোধ করবেন এভাবে আমের নষ্ট হয়ে যাওয়া? জানিয়ে দিচ্ছি আজকের টিপসে।

খবরের কাগজ হালকা দলা করে নিন। আম রাখার সময় প্রথমে এই কাগজ দিন, তারপর আম রাখুন। উপরে আরেক লেয়ার কাগজ দিন। এভাবে আম রাখলে আম থাকবে একদম টসটসে।

প্রিয় লাইফ/আশরাফ