কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ছবি: সংগৃহীত

জেতার জন্য বাংলাদেশের দরকার ৩২২ রান

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৭ জুন ২০১৯, ১৯:৫৪
আপডেট: ১৭ জুন ২০১৯, ১৯:৫৪

(ইউএনবি) আইসিসি ক্রিকেট বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের জন্য ৩২২ রানের টার্গেট পেয়েছে বাংলাদেশ।

১৭ জুন, সোমবার টন্টনে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩২১ রান সংগ্রহ করে ক্যারিবীয়রা।

দলের পক্ষে শাই হোপ সর্বোচ্চ ৯৬ রান করেন। এ ছাড়া এভিন লুঈস ৭০, শিমরন হেটমেয়ার ৫০ ও জেসন হোল্ডার ৩৩ রান করেন।

টাইগারদের পক্ষে মুস্তাফিজুর রহমান ও সাঈফউদ্দিন ৩টি করে এবং সাকিব আল হাসান ২টি উইকেট লাভ করেন।

এবারের বিশ্বকাপে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ উভয়ের অভিজ্ঞতা একই। বাংলাদেশ দুর্দান্তভাবে দক্ষিণ আফ্রিকাকে এবং ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করে।

বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে যায়। শ্রীলঙ্কার সাথে তৃতীয় ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। আর চতুর্থ ম্যাচে হারতে হয় স্বাগতিক ইংল্যান্ডের কাছে।

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ তাদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে পরাজয় বরণ করে। দক্ষিণ আফ্রিকার সাথে তাদের তৃতীয় ম্যাচও বৃষ্টিতে ভেসে যায়। পরের ম্যাচে ইংল্যান্ডের কাছে হার মানতে হয় তাদের।

তাই আজকের ম্যাচ উভয় দলের জন্য ঘুরে দাঁড়ানোর সুযোগ এনে দিয়েছে।

প্রিয় সংবাদ/মল্লিক