কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

লিওনেল মেসি ও আর্জেন্টাইন কোচ লিওনেল স্কলানি। ছবি: সংগৃহীত

ম্যাচের একদিন আগেই ফাঁস আর্জেন্টিনার একাদশ!

মুশাহিদ মিশু
Writer
প্রকাশিত: ১৫ জুন ২০১৯, ১৮:৪৩
আপডেট: ১৫ জুন ২০১৯, ১৮:৪৩

(প্রিয়.কম) ব্রাজিল ও বলিভিয়ার মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠেছে কোপা আমেরিকার ৪৬তম আসরের। ঘরের মাঠে চলমান টুর্নামেন্টের প্রথম ম্যাচে বলিভিয়াকে হারিয়ে উড়ন্ত সূচনা পেয়েছে সেলেসাওরা। শুক্রবার রাতে কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে বলিভিয়াকে ৩-০ ব্যবধানে হারায় তিতের শিষ্যরা। ব্রাজিলের হয়ে এদিন জোড়া গোল করেন ফিলিপে কোটিনহো। বাকি গোলটি আসে এভারটন সোয়ারেসের পা থেকে।

ব্রাজিলের পর এবার শুভ সূচনার অপেক্ষায় চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। কোপা আমেরিকার নিজেদের প্রথম ম্যাচে লিওনেল মেসিদের কলম্বিয়া। শনিবার বাংলাদেশ সময় ভোর চারটায় কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টাইনরা। এই ম্যাচে মাঠে নামার আগেই ফাঁস হয়ে গেল আর্জেন্টিনার একাদশ।

অবাক করার মতো বিষয় হলো, কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের আগে নিজেদের একাদশ ফাঁস করে দিয়েছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কলানি নিজেই। কেবল একাদশই ফাঁস করেননি, কোন কৌশলে আর্জেন্টিনা খেলবে সেটা পর্যন্ত জানিয়ে দিয়েছেন তিনি। ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব তথ্য ফাঁস করেন স্কলানি।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্কলানি বলেন, ‘কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে লিওনেল মেসিই অধিনায়ক থাকছেন। দলের আক্রমণের নেতৃত্বেও দেখা যাবে তাকে। স্ট্রাইকার হিসেবে ম্যাচের শুরুতে সার্জিও অ্যাগুয়েরোকে নামানো হবে। অ্যাগুয়েরোকে এসিস্ট করবেন মেসি।’

স্কলানি আরও জানান, কলম্বিয়ার বিপক্ষে ৪-৪-২ ফরমেশনে খেলবে আর্জেন্টিনা। মিডফিল্ড থেকে মেসি ও অ্যাগুয়েরোকে বল সরবরাহ করবেন অ্যাঞ্জেলো ডি মারিয়া, জিওভানি লো সেলসো, গুইদো রদ্রিগেজ। ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকায় থাকবেন লিওনার্দো পারেদেস।

আলবিসেলেস্তেদের রক্ষণভাগ সামলাবেন নিকোলাস টাগলিয়াফিকো, নিকোলাস ওটামেন্ডি, জার্মান পেজ্জেলা ও রেঞ্জো সারাভিয়া। গোলরক্ষক হিসেবে যথারীতি দায়িত্ব পালন করবেন ফ্রাঙ্কো আরমানি। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামতে পারেন পাওলো দিবালা, রদ্রিগো ডি পল ও লাউতারো মার্টিনেজ।

আর্জেন্টিনার একাদশ: লিওনেল মেসি, অ্যাঞ্জেলো ডি মারিয়া, সার্জিও অ্যাগুয়েরো, ফ্রাঙ্কো আরমানি, রেঞ্জো সারাভিয়া, গেরমেন পেজ্জেলা, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস টাগলিয়াফিকো, লিওনার্দো পারেদেস, ম্যাক্সি রদ্রিগেজ।

প্রিয় সংবাদ/কামরুল