কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ক্রিয়েটিভ আইটির উদ্যোগে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয় প্রযুক্তিতে ‘দক্ষ কারিগর সম্মাননা ২০১৯’। ছবি: সংগৃহীত

প্রযুক্তিতে দক্ষ কারিগর সম্মাননা দিল ক্রিয়েটিভ আইটি

নিজস্ব প্রতিবেদক
প্রিয়.কম
প্রকাশিত: ১৫ জুন ২০১৯, ১৭:৫২
আপডেট: ১৫ জুন ২০১৯, ১৭:৫২

(প্রিয়.কম) তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ক্রিয়েটিভ আইটির উদ্যোগে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো প্রযুক্তিতে ‘দক্ষ কারিগর সম্মাননা ২০১৯’।

১৫ জুন, শনিবার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে আয়োজিত ওই অনুষ্ঠানে ৫২ জন সেরা প্রযুক্তি দক্ষ কারিগরকে তাদের সাফল্যের স্বীকৃত স্বরূপ ‘প্রযুক্তিতে দক্ষ কারিগর সম্মাননা-২০১৯’ প্রদান করা হয়।

আটটি ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। ক্যাটাগরিগুলো হচ্ছে অদম্য অ্যাওয়ার্ড, টপ ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড, নারী ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড, এমপ্লয়ী অ্যাওয়ার্ড, উদ্যোক্তা অ্যাওয়ার্ড, ফ্রিল্যান্সার টিম অ্যাওয়ার্ড, বিগিনারস অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ও ডিসট্যান্ট লার্নিং অ্যাওয়ার্ড।

এ ছাড়া ক্রিয়েটিভ আইটিতে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন করা ৭০০ কারিগরি শিক্ষার্থী পেয়েছেন দক্ষতার সনদ, ৫০০ জন শিক্ষার্থী পেয়েছেন জব প্লেসমেন্ট সেলের মাধ্যমে তথ্যপ্রযুক্তি অঙ্গণে ক্যারিয়ার গড়ার সুযোগ।

অনুষ্ঠানটির প্রথমার্ধে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার সেলস অ্যান্ড সার্ভিস (বেসিস)-এর সভাপতি সৈয়দ আলমাস কবীর ও প্রথম আলোর হেড অফ ইয়ুথ প্রোগ্রাম মুনির হাসান।

প্রিয় প্রযুক্তি/কামরুল