কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জাতীয় দলের ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা ও মেহেদী হাসান মিরাজ। ফাইল ছবি

বিশ্বকাপে বয়স বিবেচনার তালিকায় মাশরাফি ও মিরাজ

মোক্তাদির হোসেন প্রান্তিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ জুন ২০১৯, ১৪:৩৮
আপডেট: ১৪ জুন ২০১৯, ১৪:৩৮

(প্রিয়.কম) ইংল্যান্ড বিশ্বকাপ চলছে। ১৮তম ম্যাচটি গতকাল পণ্ড হয়ে গেছে বৃষ্টির কারণে। এ নিয়ে চার ম্যাচ পণ্ড হয়ে গেল। আজ ১৪ জুন, ১৯তম ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। বরাবরের মতো ক্রিকেট বিশ্বকাপের ১২তম এই আসর অনেক ক্রিকেটারের জন্য বিশেষ। কারণ এ বিশ্বকাপ হতে পারে তাজের ক্রিকেটারের জীবনের শেষ বিশ্বকাপ। আবার কিছু ক্রিকেটারের ক্যারিয়ার শুরুর বিশ্বকাপ এটি।

এটিই সম্ভবত শেষ বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকার ইমরান তাহিরের। ৪০ বছর ২২ দিন বয়সে এবারের বিশ্বকাপ শুরু করেছেন তাহির। তিনিই বিশ্বকাপে সবচেয়ে বয়স্ক। অন্যদিকে অনেক তরুণ ক্রিকেটারের বড় আসরে খেলার অভিষেক হয়েছে এই বিশ্বকাপ দিয়ে। ইংল্যান্ড বিশ্বকাপে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় মুজিব-উর রহমান। আফগানিস্তানের এ ক্রিকেটারের বয়স ১৮ বছর ২৫ দিন।

তেমনি বাংলাদেশ দলের হয়ে সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ খেলছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আর সব থেকে তরুণ মেহেদী হাসান মিরাজ। মাশরাফির বয়স ৩৫ বছর ২৫০ দিন আর মিরাজের বয়স ২১ বছর ১৭৩ দিন। এবারের বিশ্বকাপে সবচেয়ে বয়স্ক ১০ ক্রিকেটারের মধ্যে মাশরাফি ষষ্ঠ। আর সবচেয়ে কম বয়সী ১০ ক্রিকেটারের মধ্যে মিরাজ চতুর্থ।

এবারের বিশ্বকাপের সব থেকে বয়স্ক ক্রিকেটারদের তালিকা

১. ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা) ৪০ বছর ২২ দিন ২. ক্রিস গেইল (উইন্ডিজ) ৩৯ বছর ২১৫ দিন ৩. মোহাম্মদ হাফিজ (পাকিস্তান) ৩৮ বছর ১৮৩ দিন ৪. মাহেন্দ্র সিং ধোনি (ভারত) ৩৭ বছর ৩৪০ দিন ৫. জীবন মেন্ডিস (শ্রীলংকা) ৩৬ বছর ৯৩ দিন ৬. মাশরাফি বিন মুর্তজা (বাংলাদেশ) ৩৫ বছর ২৫০ দিন ৭. শন মার্শ (অস্ট্রেলিয়া) ৩৫ বছর ২৪০ দিন ৮. রস টেইলর (নিউজিল্যান্ড) ৩৫ বছর ২৬ দিন ৯. মোহাম্মদ নবী (আফগানিস্তান) ৩৪ বছর ১১১ দিন ১০. লিয়াম প্ল্যানকেট (ইংল্যান্ড) ৩৪ বছর ১১ দিন।

বিশ্বকাপে কম বয়সী ক্রিকেটার

১. মুজিব-উর রহমান (আফগানিস্তান) ১৮ বছর ২৫ দিন ২. শাহিন আফ্রিদি (পাকিস্তান) ১৯ বছর ১২ দিন ৩. আভিস্কা ফার্নান্দো (শ্রীলংকা) ২১ বছর ১৩ দিন ৪. মেহেদী হাসান মিরাজ (বাংলাদেশ) ২১ বছর ১৭৩ দিন ৫. ওশান থমাস (উইন্ডিজ) ২২ বছর ৬৫ দিন ৬. ঝাঁই রিচার্ডসন (অস্ট্রেলিয়া) ২২ বছর ২০৭ দিন ৭. লুঙ্গি এনগিডি (দক্ষিণ আফ্রিকা) ২৩ বছর ২০ দিন ৮. জোফরা আর্চার (ইংল্যান্ড) ২৪ বছর ১৬ দিন ৯. কুলদিপ যাদব (ভারত) ২৪ বছর ১২২ দিন ১০. ঈশ সোধি (নিউজিল্যান্ড) ২৬ বছর ১৫৪ দিন।

প্রিয় সংবাদ/রুহুল