কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ছবিটি প্রতীকী, ইন্টারনেট হতে সংগৃহীত।

প্রিয় টিপস: ১২ জুন, ২০১৯

রুমানা বৈশাখী
বিভাগীয় প্রধান (প্রিয় লাইফ)
প্রকাশিত: ১২ জুন ২০১৯, ০৮:৪৯
আপডেট: ১২ জুন ২০১৯, ০৮:৪৯

(প্রিয়.কম) টিপস বিভাগে প্রতিদিন আমাদের চেষ্টা থাকে এমন কিছু কৌশল উপস্থাপন করার, যা কিনা নিত্যদিনের খুঁটিনাটি কাজে সাহায্য করে চমৎকারভাবে। তারই ধারাবাহিকতায় আজ থাকছে দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত একটি টিপস।

বর্ষাকাল মানেই পিঁপড়ার উপদ্রব। বাগানে, রান্নাঘরে, শোবার ঘরে ইত্যাদি সব স্থানেই যেন পিঁপড়ার বাসা। বাড়িতে ছোট শিশু থাকলে রাসায়নিক কীটনাশক ব্যবহার করা অসম্ভব। তাহলে উপায়? কী দিয়ে তাড়াবেন পিঁপড়া? কৌশল জানিয়ে দিচ্ছি আজকের টিপস।

প্রথমত, ঘরে পিঁপড়া প্রবেশের পথগুলো সব খুঁজে বের করুন। সম্ভব হলে পথগুলি হোয়াইট সিমেন্ট দিয়ে বন্ধ করে দিন। আর সেটা সম্ভব না হলে পিঁপড়া চলাচলের স্থানে ও পিঁপড়ার আবাসস্থলে খুব ভালো করে চকের গুঁড়া ছিটিয়ে দিন। পিঁপড়া পালাবে!

প্রিয় লাইফ/রুহুল