কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ছবি: সংগৃহীত

গানের ঝরনা তলায়..

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১১ জুন ২০১৯, ১৫:১৯
আপডেট: ১১ জুন ২০১৯, ১৫:১৯

(প্রিয়.কম) সংস্কৃতিচর্চার বহুমুখী কর্মপ্রবাহের মধ্য দিয়ে বেঙ্গল ফাউন্ডেশন জনরুচি, মনন ও মানবিক সাধনায় মাত্রা সঞ্চারে প্রয়াসী। সংগীত পরিচর্যা এই চর্চার মৌলিক অংশ। এরই ধারাবাহিকতায় ১৩-১৫ জুন বেঙ্গল শিল্পালয়ে আয়োজিত হচ্ছে তিন দিনব্যাপী অনুষ্ঠান ‘গানের ঝরনা তলায়’।

প্রথম দিন বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের ছাত্রছাত্রীদের পরিবেশিত নিয়মিত শাস্ত্রীয় সংগীত আসর বৈঠক, দ্বিতীয় দিন গানের আসর প্রাণের খেলা এবং শেষ দিন সিডি প্রকাশনা অনুষ্ঠান। ধানমণ্ডির বেঙ্গল শিল্পালয়ে আয়োজিত এই গানের অনুষ্ঠান প্রতিদিন সন্ধ্যা ৭টায় শুরু হবে।

সাধারণ দর্শক-শ্রোতার কাছে শাস্ত্রীয় সংগীতের বৈচিত্র্যময় ভুবন তুলে ধরতে বেঙ্গল ফাউন্ডেশনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে সম্প্রতি ৩৭টি নতুন ভিডিও প্রকাশিত হয়েছে।

ঘরানা, রাগদারি ও শাস্ত্রীয় সংগীতের নানা বিষয়কে ঘিরে নির্মিত এই সংক্ষিপ্ত পরিচিতিমূলক ভিডিওগুলোর সঙ্গে সবাইকে পরিচিত করাতে, অনুষ্ঠানের প্রথম দিন ১৩ জুন দর্শক-শ্রোতার সামনে ভিডিওর কিছু অংশ তুলে ধরা হবে।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্টদের বিশ্বাস, এই সহায়ক ভিডিওগুলো সংগীতানুরাগীদের শুদ্ধ সংগীতের প্রতি আগ্রহী করে তুলবে।

বিস্তারিত

প্রতিদিন সন্ধ্যা ৭টা

বৃহস্পতি, শুক্র ও শনিবার, ১৩, ১৪ ও ১৫ জুন ২০১৯

বেঙ্গল শিল্পালয়
নিচতলা, বাড়ি ৪২, সড়ক ১৬, ধানমণ্ডি, ঢাকা ১২০৯
যোগাযোগ: ০১৭১ ১৮১ ৭৭৪৯

প্রথম দিন বৃহস্পতিবার ১৩ জুন, ২০১৯; ৩০ জ্যৈষ্ঠ, ১৪২৬

বৈঠক—শাস্ত্রীয় সংগীত; বেঙ্গল পরম্পরা সংগীতালয়
দলীয় তবলাবাদন—সজীব বিশ্বাস, অর্পণ চৌধুরী ও সুপান্থ মজুমদার; হারমোনিয়ামে অভিজিৎ কুণ্ডু
যুগলবাদন এসরাজ ও সারেঙ্গি—মো. রায়হানুল আমিন ও শৌণক দেবনাথ; তবলায় অঞ্জন সরকার
খেয়াল—সুপ্রিয়া দাশ; তবলায় প্রশান্ত ভৌমিক, হারমোনিয়ামে অভিজিৎ কুণ্ড

দ্বিতীয় দিন শুক্রবার ১৪ জুন, ২০১৯; ৩১ জ্যৈষ্ঠ, ১৪২৬

প্রাণের খেলা—রবীন্দ্রনাথের গান; ফাহিম হোসেন চৌধুরী
নূর-ই-রেজিয়া মম ও আদ্রিনা জামিলী

তৃতীয় দিন শনিবার ১৫ জুন, ২০১৯; ১ আষাঢ়, ১৪২৬

অ্যালবাম প্রকাশ—রাধারমণের গান; চন্দনা মজুমদার
চন্দনা মজুমদারের কণ্ঠে ধারণ করা রাধারমণের গানের অ্যালবাম ‘প্রাণবন্ধু বিহনে’-এর মোড়ক উন্মোচন করবেন সংগীত ব্যক্তিত্ব আকরামুল ইসলাম

প্রিয় বিনোদন/আজাদ চৌধুরী