কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে যৌথ সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

ঐক্যফ্রন্টে ঐক্য নেই: ওবায়দুল কাদের

মোক্তাদির হোসেন প্রান্তিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ জুন ২০১৯, ১৪:৫০
আপডেট: ১১ জুন ২০১৯, ১৪:৫০

(প্রিয়.কম) ড. কামাল হোসেনের নেতৃত্বে গড়ে ওঠা জাতীয় ঐক্যফ্রন্ট ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী ও শান্তিপূর্ণ ভূমিকা পালন করুক—এটিই আওয়ামী লীগ চায় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

তিনি বলেন, ‘আমরা চাই শক্তিশালী বিরোধী দল থাকুক। এরা সরকারের ভুল-ত্রুটি ধরিয়ে দিক। এটি গণতন্ত্রের সৌন্দর্য।’ 

১১ জুন, মঙ্গলবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে এক যৌথ সভা শেষে তিনি এসব কথা বলেন।

জাতীয় ঐক্যফ্রন্টের অভ্যন্তরীণ বিবাদের সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, ‘ঐক্যফ্রন্টে ঐক্য নেই, এটি আমরা চাইনি।’

ওবায়দুল কাদের বলেন, ‘আজ আমাদের দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস। সেই সঙ্গে পার্লামেন্টের বাজেট অধিবেশনও শুরু হচ্ছে আজ। তাই নেত্রীর কারামুক্তি দিবসে আমরা বিশেষ কর্মসূচি রাখছি না। দলের নেতা-কর্মীরা প্রিয় নেত্রীকে ফুলেল শুভেচ্ছা জানাবেন।’

এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

প্রিয় সংবাদ/আজাদ চৌধুরী