কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গ্রাফিক্স প্রিয়.কম

জাতীয় সংসদের বাজেট অধিবেশন বসছে মঙ্গলবার

আমিনুল ইসলাম মল্লিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ জুন ২০১৯, ২১:৩৯
আপডেট: ১০ জুন ২০১৯, ২১:৩৯

(প্রিয়.কম) আগামীকাল মঙ্গলবার জাতীয় সংসদের বাজেট অধিবেশন বসছে।

১১ জুন, মঙ্গলবার একাদশ জাতীয় সংসদের প্রথম এ বাজেট অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করবেন। বিকাল ৫টায় শুরু হবে এ অধিবেশন। আগামী ১৩ জুন, বৃহস্পতিবার ২০১৯-২০ অর্থবছরের বাজেট পেশ করা হবে।

এই বাজেট অধিবেশন হবে চলতি সংসদের তৃতীয় অধিবেশন। বাজেটের ওপর দীর্ঘ আলোচনা শেষে এ মাসের মধ্যেই তা পাস হবে। আগামী ১ জুলাই থেকে নতুন অর্থবছর কার্যকর হবে।

বাজেট অধিবেশন কতদিন চলবে তা কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। কমিটির প্রধান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে মঙ্গলবার বিকেল ৪টায় এ কমিটির বৈঠক হবে।

জানা গেছে, বৃহস্পতিবার বাজেট পেশের আগে ওই দিন সংসদ ভবনে অনুষ্ঠেয় মন্ত্রিসভার বৈঠকে তা অনুমোদন দেওয়া হবে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের এটি হবে প্রথম বাজেট পেশ। বৈদেশিক ঋণ ও সহায়তার ওপর নির্ভর না করে ধীরে ধীরে নিজস্ব অর্থায়নে বাজেট প্রণয়নের কথা ভাবছেন সংশ্লিষ্টরা। তাই আগামী বাজেটে আয়কর ও ভ্যাটের আওতা বাড়ানো হচ্ছে।

প্রিয় সংবাদ/আজাদ চৌধুরী