কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। ফাইল ছবি

ঈদে অঘটন ঘটেনি: ডিএমপি কমিশনার

আমিনুল ইসলাম মল্লিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ জুন ২০১৯, ২০:৪০
আপডেট: ০৯ জুন ২০১৯, ২০:৪০

(প্রিয়.কম) পুলিশের আন্তরিকতা, পেশাদার প্রচেষ্টা ও দায়িত্ব পালনের কারণে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পেরেছেন সাধারণ মানুষ—এমনটি বলেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া

৮ জুন, রবিবার ডিএমপির সদর দফতরে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে কমিশনার সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘নিরাপত্তায় আমাদের আন্তরিকতার কমতি ছিল না। যারা ঢাকা থেকে প্রিয়জনের সঙ্গে ঈদ করতে গ্রামে গেছেন, তাদের যাত্রা এবার অনেক ভালো ও আরামদায়ক ছিল। ঈদ করে যারা ফিরবেন তাদের যাত্রাও ভালো এবং আরামদায়ক হবে। ঈদের মধ্যে খালি বাসা-বাড়ি, মার্কেট, বিশেষ করে সোনার মার্কেটের নিরাপত্তা আমাদের কাছে অত্যন্ত জরুরি ছিল।’

তিনি বলেন, ‘কঠোর নিরাপত্তার কারণে আল্লাহর রহমতে বড় কোনো ধরনের চুরি, ডাকাতি এই সময় হয়নি। ক্রাইম বিভাগ, ডিবি, সিটিটিসি, ট্রাফিক বিভাগসহ সবাই নিরাপত্তা বিধানে কাজ করেছে। বিভিন্ন এলাকায়, মহল্লায় মহল্লায় গাড়ির গতি নিয়ন্ত্রণ করে অপরাধীদের অবাধ চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা করেছি। নিরাপত্তাব্যবস্থা সবকিছু মিলে ভালো ছিল। অবশ্য ট্রাফিক অনেক কষ্ট করে যানজটকে সহনীয় পর্যায়ে রেখেছে।’

এ সময় ডিএমপির বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রিয় সংবাদ/আজাদ চৌধুরী