কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অভিনেত্রী মৌটুসী বিশ্বাস। ছবি: সংগৃহীত

‘ইদানীং দেখি বুকের ওড়না নিয়ে কিছু উঠতি যুবক খুবই চিন্তিত’

নিজস্ব প্রতিবেদক
প্রিয়.কম
প্রকাশিত: ০৯ জুন ২০১৯, ১৮:৫৭
আপডেট: ০৯ জুন ২০১৯, ১৮:৫৭

(প্রিয়.কম) টিভি পর্দার পরিচিত মুখ মৌটুসী বিশ্বাস। বিজ্ঞাপন, নাটক, এমনকি বেশ কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। তৈরি করেছেন নিজের আলাদা অবস্থান। সম্প্রতি এই অভিনেত্রী নাটক দেখার পর সেটি নিয়ে দর্শকদের করা বিরূপ সব মন্তব্যের বিষয়ে ভীষণ চটেছেন।

সেসব মন্তব্যের কড়া সমালোচনা করে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি স্ট্যটাস দিয়েছেন এই অভিনেত্রী।

মৌটুসী বিশ্বাস লিখেছেন, ‘আমার একটা বদভ্যাস হলো নাটকের কমেন্টস পড়া। ইদানীং দেখি বুকের ওড়না নিয়ে কিছু উঠতি যুবক খুবই চিন্তিত। প্রথমত চোখ ওইখানে যাবে কেন?, দ্বিতীয়ত তাদের চোখের পর্দা কই?, তৃতীয়ত অশিক্ষিত ধর্মান্ধ পরিবারের নষ্ট হয়ে যাওয়া ছেলেদের এটা প্রথম ধাপ ধর্ষক হয়ে ওঠার। এটা ক্রাইম।’

তিনি আরও লিখেছেন, ‘সোশ্যাল ক্রাইমের জন্য আলাদা থানা হওয়া উচিত, যেখানে পুরা পরিবারকে সারাদিন আটকিয়ে রেখে পারিবারিক ছবি ভাইরাল করবে। কারণ একটা ছেলে বখে যাওয়ার পেছনে পরিবারের উদাসীনতাও দায়ী।’

মৌটুসী বর্তমানে ব্যস্ত আছেন বেশ কয়েকটি ধারাবাহিক ও একক নাটকের অভিনয় নিয়ে। তিনি একুশে টেলিভিশন চ্যানেলে প্রচারিত ‘অ্যাডভেঞ্চার বাংলাদেশ’ অনুষ্ঠান দিয়ে তার টেলিভিশনে অভিনয় যাত্রা শুরু করেন।

প্রিয় বিনোদন/আজাদ চৌধুরী