কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচে দেখা যায় অদ্ভুত এই দৃশ্য। ছবি: সংগৃহীত

উইকেট ভেঙে সীমানা পেরিয়ে যাওয়া আর্চারের সেই বল, দেখুন ভিডিওতে

সৌরভ মাহমুদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ০৯ জুন ২০১৯, ১৪:০৭
আপডেট: ০৯ জুন ২০১৯, ১৪:০৭

(প্রিয়.কম) ইংল্যান্ডের ছুঁড়ে দেওয়া ৩৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। খেলা চলছে চতুর্থ ওভারের। প্রথম বলটি করতে এলেন জোফরা আর্চার। বলটি স্টাম্পেই ছিল, গতির কাছে পরাস্ত হন সৌম্য সরকার। বল তাকে পরাস্ত করে সোজা আঘাত হানে উইকেটে।

বলে গতি এতটাই ছিল যে, সেটি উইকেট ভেঙে উড়ে গিয়ে সীমানা পেরিয়ে যায়। টিভিসেটের সামনে বসে থাকা দর্শকদের অনেকেই সে মুহূর্তে ঠিক কি ঘটল বুঝে ওঠতে পারেননি। প্রথমে অনেকেই ভেবেছিল সৌম্য ছক্কা হাঁকালেন! তবে সৌম্য যখন সাজঘরের দিকে হাঁটছিলেন তখন সবাই বোকা বনে গিয়েছিলেন।

মূলত উইকেটের বেল পড়ে যাওয়ার থেকেও ক্যামেরা বেশি জুম করছিল বাউন্ডারি লাইনে সোজা বল চলে যাওয়ার দিকে। যার কারণে টিভি দর্শকরা মনে করেছিলেন ছক্কা হাকিঁয়েছেন সৌম্য। কিন্তু ক্যামেরা ঘুরতেই দেখা গেল মাঠে তখন চূড়ান্ত উল্লাসে মত্ত আর্চার এবং তার সতীর্থরা।

ভিডিওতে দেখুন সেই অবিশ্বাস্য বলটি-

ক্রিকেট বিশ্ব ব্যাপারটা দারুণভাবেই উপভোগ করেছে। অনেকেই বিষয়টি একই বলে ক্লিন বোল্ড, আবার সেই বলেই ছক্কা বলে আখ্যা দিয়েছেন। 

প্রিয় খেলা/রুহুল