কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে মুখোমুখি হবে বাংলাদেশ-ইংল্যান্ড। ছবি: সংগৃহীত

বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচে চোখ রাঙাচ্ছে বৃষ্টি

সৌরভ মাহমুদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ০৮ জুন ২০১৯, ১১:০৬
আপডেট: ০৮ জুন ২০১৯, ১১:০৬

(প্রিয়.কম) কার্ডিফ ঘিরে বাংলাদেশের বেশ কিছু সুখস্মৃতি রয়েছে। কার্ডিফের স্মৃতিকে আরও মুখরিত করতে এবার সামনে প্রতিপক্ষ ইংল্যান্ড। চলতি বিশ্বকাপের ১২তম ও নিজেদের তৃতীয় ম্যাচে আজ বিকেল সাড়ে ৩টায় ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তবে ম্যাচটি পড়তে পারে বৃষ্টি বাধায়। ইংল্যান্ডের আবহাওয়া পূর্বাভাস তাই বলছে।

শুক্রবার সকাল থেকেই কার্ডিফে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সেই বৃষ্টিতে অনুশীলনও করতে পারেনি বাংলাদেশ দল। আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, ম্যাচের দিনও কার্ডিফে দুপুর পর্যন্ত ভারী বর্ষণ আর বাতাসের বেগ থাকবে। তবে দুপুরের পর থেকে মেঘ কম থাকবে, বৃষ্টিও কমে আসবে। আর যদি শুক্রবারের মতো বৃষ্টি হতে থাকে তাহলে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচটি ভেস্তে যেতে পারে। সেক্ষেত্রে পয়েন্ট ভাগাভাগি ছাড়া কোনো উপায় থাকবে না।

প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত জয়ের পর নিউজিল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর এক ম্যাচে দুই উইকেটে হারে বাংলাদেশ। তাই আজকের ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশ দলের জন্য। শক্তিশালী ইংল্যান্ডকে হারাতে পারলে সেমিফাইনালের পথ অনেকটাই সুগম হবে মাশরাফিবাহিনীর।

অন্যদিকে ইংল্যান্ডও তাদের প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ম্যাচ পাকিস্তানের বিপক্ষে ১৪ রানে হেরে যায়। তাই এই ম্যাচটি তাদের জন্যও সমান গুরুত্বপূর্ণ।

প্রিয় খেলা/রুহুল