কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নিউজিল্যান্ডের বিপক্ষে এই একাদশ নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

সৌরভ মাহমুদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ০৮ জুন ২০১৯, ১০:২৪
আপডেট: ০৮ জুন ২০১৯, ১০:২৪

(প্রিয়.কম) চলতি বিশ্বকাপের নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।

কিউইদের বিপক্ষে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামলেও আজ পরিবর্তন ঘটতে পারে বাংলাদেশের একাদশে। মিডল অর্ডারে অফ ফর্মে থাকা মোহাম্মদ মিথুনের পরিবর্তে এদিন একাদশে জায়গা পেতে পারেন ইনফর্ম লিটন দাসকে। তবে টিম ম্যানেজম্যান্টের ভাবনাতে রয়েছে রুবেল হোসেনও।

এক্ষেত্রে মিথুনের পরিবর্তে একাদশে জায়গা পেতে পারেন রুবেল হোসেন।

এদিকে প্রথম দুই ম্যাচে আদিল রশিদকে খেলানো হলেও বাংলাদেশের বিপক্ষে হয়তো একাদশে থাকবেন না এই ইংলিশ লেগ স্পিনার। ম্যাচের আগে এমন ইঙ্গিতই দিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগান। তার পরিবর্তে একাদশে জায়গা পাবেন লিয়াম প্লাঙ্কেট। মূলত চার পেসার নিয়েই মাঠে নামতে চায় ইংল্যান্ড।

প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত জয়ের পর নিউজিল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর এক ম্যাচে দুই উইকেটে হারে বাংলাদেশ। তাই আজকের ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশ দলের জন্য।

শক্তিশালী ইংল্যান্ডকে হারাতে পারলে সেমিফাইনালের পথ অনেকটাই সুগম হবে মাশরাফিবাহিনীর।

অন্যদিকে ইংল্যান্ডও তাদের প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ম্যাচ পাকিস্তানের বিপক্ষে ১৪ রানে হেরে যায়। তাই এই ম্যাচটি তাদের জন্যও সমান গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি মর্তুজা, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

প্রিয় খেলা/আশরাফ