কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এই আউট হলে হয়তো ফলাফলটা পরিবর্তন হলেও হতে পারতো। ছবি: সংগৃহীত

কেমন আছেন মুশফিক, জানালেন মাশরাফি

সৌরভ মাহমুদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ০৮ জুন ২০১৯, ১০:৩৯
আপডেট: ০৮ জুন ২০১৯, ১০:৩৯

(প্রিয়.কম) নিউজিল্যান্ডের বিপক্ষে হারের জন্য সাধারণ দর্শকদের অনেকেই কাঠগড়ায় তুলছেন উইকেটরক্ষক মুশফিকুর রহিমকে। কিউইদের বিপক্ষে হারা ম্যাচটিতে কেন উইলিয়ামসনকে রান আউটের সহজ সুযোগ হাতছাড়া করেন মুশফিক। পরে রস টেলরকে নিয়ে উইলিয়ামসন ‍উপহার দেন শতরানের জুটি।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ২ উইকেটে হারা ম্যাচটির বড় টার্নিং পয়েন্ট ছিল সেটাই। আবেগী ক্রিকেটার হিসেবে পরিচিত মুশফিক নিজেও হতাশ সেই ঘটনায়। ওই ম্যাচেই পরে দুর্দান্ত একটি ক্যাচ লুফে নিয়েছিলেন তিনি। তবে তাতেও আগের ভুলে প্রলেপ পড়েনি।

তাই হয়তো কার্ডিফে বাংলাদেশ দূতাবাসের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানেও মন খারাপ ছিল মুশফিকের। ইংল্যান্ড ম্যাচের আগে দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যানের এমন অবস্থাতে সান্ত্বনা দিতে এগিয়ে আসেন অধিনায়ক নিজেই। তেমনই একটা ছবি ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।

যেখানে দেখা যাচ্ছে, ওয়েলসের ন্যাশনাল অ্যাসেম্বলির বারান্দায় দাঁড়িয়ে মুশফিককে সান্ত্বনা দিচ্ছেন মাশরাফি।

ওভালের হারের স্মৃতি ভুলে লন্ডনে বাংলাদেশ দল। তবুও সেই ম্যাচের কিছু ভুলের স্মৃতি ছাড়েনি পিছু। তাইতো ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনেও উঠে এলো আবারো মুশফিকের প্রসঙ্গ। কেমন আছেন মুশফিক? অধিনায়ক জানিয়েছেন, পুরোপুরিই ঠিক আছেন মুশফিক, প্রস্তুত ইংলিশদের বিপক্ষে মাঠে নামার জন্য।

নিউজিল্যান্ড ম্যাচ শেষেই মুশফিকের হয়ে ব্যাট ধরেছিলেন মাশরাফি। ইংল্যান্ড ম্যাচের আগেও মাশরাফিকে পাশে পেলেন মুশফিক। এ নিয়ে মাশরাফির ভাষ্য, ‘আমার কাছে মনে হয়, মুশফিক পুরোপুরি ঠিক আছে। খারাপ থাকার কোনো কারণ দেখি না। যারা কাজ করবে তাদেরকে নিয়েই সমালোচনা হবে। সমালোচনা করা খুবই সহজ।’

বাইরের তেতো কথায় কান না দিয়ে দলের সবাই মুশফিকের পাশে দাঁড়িয়েছেন জানিয়ে মাশরাফি আরও বলেন,  ‘দল থেকে পুরো সমর্থন সবাই সবাইকে করছে। কেবল মুশফিক না। আমিও আমার সেরাটা এখনো দিতে পারেনি। খেলোয়াড়দের ক্ষেত্রের এটা হয়ই। এটা স্বাভাবিক ব্যাপার। মুশফিকও ভালো আছে। দলের অবস্থাও খারাপ নয়।’

প্রিয় খেলা/রুহুল