কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশি ক্রিকেটাররা। ছবি: সংগৃহীত

কার্ডিফে মাশরাফিবাহিনীকে সংবর্ধনা দিলো বাংলাদেশ দূতাবাস

সৌরভ মাহমুদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ০৭ জুন ২০১৯, ১২:৫১
আপডেট: ০৭ জুন ২০১৯, ১২:৫১

(প্রিয়.কম) ওয়েলসের ন্যাশনাল অ্যাসেম্বলিতে হয়ে গেলো বাংলাদেশ ক্রিকেট দলের সংবর্ধনা অনুষ্ঠান।

৬ জুন, বৃহস্পতিবার বিকেলে (স্থানীয় সময়) লন্ডন থেকে সৌভাগ্যের ভেন্যু কার্ডিফে পৌঁছায় বাংলাদেশ। টিম হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে পরিপাটি সাজে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যোগ দেয় সংবর্ধনা অনুষ্ঠানে। এই সংবর্ধনা অনুষ্ঠানটির আয়োজন করে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশন।

মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে বাংলাদেশ দল অ্যাসেম্বলিতে ঢোকার পরপরই উপস্থিত সবার মধ্যে আলোড়ন সৃষ্টি হয়। উপস্থিত সকলেই ব্যতিব্যস্ত হয়ে ওঠেন ক্রিকেটারদের সঙ্গে ছবি তুলতে।

হাই কমিশনার সাইদা মুনা তাসনিম স্বাগত বক্তব্য দেন। তার বক্তব্যের বিশেষ অংশে ছিল বিগত বছরগুলোতে বাংলাদেশ দলের উন্নতির কথা। এরপর অধিনায়ক মাশরাফি যুক্তরাজ্য ও বাংলাদেশের সম্পর্ক এবং ক্রিকেটীয় বিষয় নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও উপস্থিত ছিলেন।

চলুন ছবিতে দেখে নেওয়া যাক ক্রিকেটারদের সংবর্ধনা অনুষ্ঠান-

ক্রিকেটারদের বরণ করে নিতে প্রস্তুত সবাই। ছবি: সংগৃহীত
তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। ছবি: সংগৃহীত
সৌম্য সরকার। ছবি: সংগৃহীত
মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার। ছবি: সংগৃহীত
জাতীয় সঙ্গীত গাওয়ার সময় ক্রিকেটাররা। ছবি: সংগৃহীত
নানা উপাদেয় খাবার ছিল অনুষ্ঠানে। ছবি: সংগৃহীত
ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও। ছবি: সংগৃহীত
ডিনার টেবিলে তামিম ইকবাল-রুবেল হোসেনরা। ছবি: সংগৃহীত
কোচিং স্টাফ থেকে শুরু করে সবাই উপস্থিত ছিলেন ফটোসেশনে। ছবি: সংগৃহীত
এক ফ্রেমে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

ভিডিওতে দেখুন তামিম-মুশফিকের প্রবেশ মুহূর্ত-

৮ জুন, শনিবার চলতি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।

প্রিয় খেলা/রুহুল