কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ছবিটি প্রতীকী, ইন্টারনেট হতে সংগৃহীত।

প্রিয় টিপস: ৬ জুন, ২০১৯

রুমানা বৈশাখী
বিভাগীয় প্রধান (প্রিয় লাইফ)
প্রকাশিত: ০৬ জুন ২০১৯, ০৯:২৫
আপডেট: ০৬ জুন ২০১৯, ০৯:২৫

(প্রিয়.কম) টিপস বিভাগে প্রতিদিন আমাদের চেষ্টা থাকে এমন কিছু কৌশল উপস্থাপন করার, যা কিনা নিত্যদিনের খুঁটিনাটি কাজে সাহায্য করে চমৎকারভাবে। তারই ধারাবাহিকতায় আজ থাকছে দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত একটি টিপস।

টেলিভিশন বা কম্পিউটারে ধুলো জমে খুব? পরিষ্কার করতে করতে ক্লান্ত? জানিয়ে দিচ্ছি, কীভাবে পরিষ্কার করলে টেলিভিশন বা কম্পিউটারে সহজে ধুলো জমবে না!

এইসব যন্ত্রপাতি পরিষ্কার করুন নরম কাপড় দিয়ে। তবে পরিষ্কারের পূর্বে কাপড়ে খানিকটা ফেব্রিক সফটনার লাগিয়ে নিন, সেটা দিয়ে মুছুন। দেখবেন ফেব্রিক সফটনারের কারণে সহজে ধুলো জমতে পারবে না।

প্রিয় লাইফ/রুহুল