কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন প্রিয়াঙ্কা চোপড়া!

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ০৪ জুন ২০১৯, ১৫:৪৪
আপডেট: ০৪ জুন ২০১৯, ১৫:৪৪

(প্রিয়.কম) মডেলিং কিংবা অভিনয়—সব জায়গাতেই সমান বিচরণ অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার। ২০০০ সালে মিস ওয়ার্ল্ড খেতাব অর্জন, তারপর অভিনেত্রী হিসেবে বলিউডে দাপিয়ে বেড়িয়েছেন।

বর্তমানে হলিউডেও অভিনেত্রী হিসেবে যথেষ্ট পরিচিতি অর্জন করেছেন তিনি। পাশাপাশি ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডর হিসেবেও কাজকর্ম করছেন অনেক দিন ধরে।

নতুন খবর হলো, এবার রাজনীতিতে আসারও ইচ্ছা প্রকাশ করে বসলেন এই অভিনেত্রী।

সম্প্রতি সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তার রাজনীতিতে আসার স্বপ্ন নিয়ে কথা বলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তার কথায়, ‘আমি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে দেখতে চাই। আর নিক যেহেতু আমেরিকান, তাই ওকে মার্কিন প্রেসিডেন্টের আসনে দেখতে চাই।’

প্রিয়াঙ্কা পাশাপাশি এও বলেন, ‘যদিও রাজনীতির সঙ্গে যুক্ত কোনো কিছুই আমার বিশেষ পছন্দ নয়, তবে আমি এটুকু নিশ্চিত আমি আর নিক দুজনে মিলে পরিবর্তন আনতে পারব। কোনো কিছুতেই কখনো না বলতে নেই।’

যদিও এই কথাগুলো নেহাতই প্রিয়াঙ্কা মজা করে বলেছেন, নাকি সত্যিই তার রাজনীতিতে আসার ইচ্ছা রয়েছে, তা অবশ্য স্পষ্ট নয়।

প্রসঙ্গত, প্রিয়াঙ্কা-নিকের দিল্লির রিসেপশনে আমন্ত্রিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনকি কয়েক বছর আগে বার্লিনেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি।

প্রিয় বিনোদন/আজাদ চৌধুরী