কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভিডিওটি ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। ছবি: সংগৃহীত

ভিডিওতে দেখুন মাহমুদউল্লাহ রিয়াদের হাঁকানো দর্শনীয় ছক্কাটি

সৌরভ মাহমুদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ০৩ জুন ২০১৯, ১৫:৪২
আপডেট: ০৩ জুন ২০১৯, ১৫:৪২

(প্রিয়.কম) ইনিংসের শেষ ওভার। প্রথম বলটি করতে ছুটে এলেন ক্যাগিসো রাবাদা। লেগ স্টাম্পে লেন্থ বল। নান্দনিক শটে স্কয়ার লেগের ওপর দিয়ে সীমানা ছাড়া করলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

ভিডিওতে দেখুন মাহমুদউল্লাহর সে শটটি-

ম্যাচ চলাকালীন ইয়ান বিশপের কণ্ঠে শোনা যায় প্রশংসা। ম্যাচ শেষ হওয়ার পর ওই ছক্কার ভিডিও প্রকাশ পেতে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেট দুনিয়াতে। সবাই নান্দনিক শটটির প্রশংসা করছেন। কেউ বা আবার জানতে চাইছেন, এটা কি হেলিকপ্টার শট ছিল? অনেকে আবার বলছেন, এটা মাহমুদউল্লাহর বিশেষ শট!

এই মাহমুদউল্লাহর ব্যাটে ভর করেই ৩৩০ রানের বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। জবাবে মুস্তাফিজুর রহমান-মোহাম্মদ সাইফউদ্দিন-সাকিব আল হাসান-মেহেদী মিরাজদের দাপুটে বোলিংয়ে দক্ষিণ আফ্রিকা থামে ৩০৯ রানে। বাংলাদেশ পায় ২১ রানের রোমাঞ্চকর এক জয়।

ব্যাট হাতে ৩৩ বলে অপরাজিত ৪৬ রানের এক কার্যকরী ইনিংস খেলে দলকে নিজেদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ রানে পৌঁছে দেন মাহমুদউল্লাহ। তবে ম্যাচ শেষে সবাই সাকিব-মুশফিক-মিরাজ-সাইফ-মুস্তাফিজদের প্রশংসায় পঞ্চমুখ থাকলেও আড়ালে থেকে যান ‘সাইলেন্ট হিরো’ রিয়াদ।

সাকিব-মুশফিকের জুটি একসময় ৩৩০+ রানের আশা দেখালেও দ্রুত তিন উইকেট হারিয়ে খানিকটা চাপের মুখে পড়ে বাংলাদেশ। মোসাদ্দেক এসে কিছুটা হাত খুলে খেলার চেষ্টা করলেও ওই সময় শান্ত থাকেন রিয়াদ। প্রথম ১৮ বলে তার ব্যাট থেকে আসে ১২ রান। মোসাদ্দেকের ব্যাটে তিনশ পেরোয় বাংলাদেশ।

মোসাদ্দেক ফিরলে হাত খোলেন মাহমুদউল্লাহ। তার মোকাবিলা করা শেষ ৮ বলে ডানহাতি এই ব্যাটসম্যান যোগ করেন ২২ রান, তাতেই বাংলাদেশ পৌঁছে যায় ৩৩০ রানে বিশাল সংগ্রহে।

প্রিয় খেলা/রুহুল